জাতীয় নির্বাচনের অভিযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়: পরওয়ার
 
			ডেস্ক নিউজ :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্রের আশঙ্কার কথা তুলে ধরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, তা যেন বাধাগ্রস্ত না হয়।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই অভিযাত্রা টিকিয়ে রাখতে হলে জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে হবে এবং দেশের ভেতরে-বাইরে সক্রিয় অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সামনে জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাই চেতনা আমরা ধারণ করেছি, সেটি আমাদের ধরে রাখতে হবে। কারণ, অনেক পরাশক্তি ও অভ্যন্তরীণ এজেন্সি সক্রিয় হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পরাশক্তি এবং দেশের ভেতরে কিছু শক্তি সক্রিয় হয়ে উঠবে। তবে যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, তাহলে এসব পরাশক্তি কিংবা অভ্যন্তরীণ শক্তি নির্বাচনের প্রক্রিয়া ও নতুন দেশ গঠনের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
জামায়াতের এই নেতা গণঅধিকার পরিষদের জন্ম ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, দেশবাসী জানে, গণঅধিকার পরিষদ ছাত্রসমাজের একটি মৌলিক অধিকার আদায়ের আন্দোলন থেকে গড়ে উঠেছে। এই দলের সভাপতি নুরুল হক নুর ছাত্রজীবন থেকেই নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হওয়ার পর তার ওপর যে নির্যাতন চালানো হয়েছিল, তা দেশের মানুষ ভালোভাবে নেয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় পুলিশের নির্যাতনের ঘটনাও জনগণ প্রত্যক্ষ করেছে। ফলে মানুষের সহানুভূতি নুরুল হক নুরের প্রতি এসেছে।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিদায় ঘটানোর জন্য আমরা যে লড়াই করেছি, তাতে আমাদের প্রত্যাশা ছিল, একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে। তখন আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ করতে পারব, সুশাসন পাব। গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা যেন মুক্তভাবে মতপ্রকাশ করতে পারে, সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে গেলে অনেক বাধা আসবে। তাই মত ও পথের পার্থক্য থাকলেও দেশ গঠনের মূল ইস্যুতে ঐক্য বজায় রাখতে হবে। আমরা চাই, একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠুক।
তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণ যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের প্রকৃত মতামতের প্রতিফলনেই যেন সরকার গঠিত হয়। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভিন্নমত নেই। জাতীয় ইস্যুতে যদি আমরা ঐকমত্য ধরে রাখতে পারি, তাহলে পরাশক্তি বা অভ্যন্তরীণ কোনো শক্তিই আমাদের দেশ গঠনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।
সম্পর্কিত সংবাদ
 
	কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক :: কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়েবিস্তারিত…
 
	ক্ষমতায় গেলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে: জামায়াত আমির
জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতবিস্তারিত…


