সাতক্ষীরায় ভাড়া বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ
ডেস্ক নিউজ :: সাতক্ষীরায় একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শহরের পলাশপোল এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে কাজ করতেন এবং প্রায় এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় একটি বাসায় ভাড়া উঠেছিলেন।
তাসলিমার বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, হিরা আমার বাসায় এক মাস ধরে থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে। স্থানীয় বাসিন্দা আছিয়া খাতুন বলেন, শুনেছি মেয়েটা গলায় দড়ি দিয়েছে। আমি এসে দেখি পুলিশ এসেছে। পরে পুলিশ আমাকে ডেকে মরদেহ নামাতে সহযোগিতা করতে বলে।
তাসলিমার ভাবি মোবাইল ফোনে জানান, চাকরির কারণে হিরা সাতক্ষীরায় ভাড়া থাকতো। তার বাবা-মা যশোরে আছেন। এর আগে নাভারণে থাকতো। আমরা খবর পেয়ে সাতক্ষীরায় রওনা দিয়েছি।
অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, হিরা আমাদের স্টাফ ছিলেন। আজ তার অফ ডে ছিল। সে সকালে বলেছিল যশোর যাবে, তাই আমরা খোঁজ নেইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক এসে জানালে আমরা জানতে পারি। এরপর আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা গিয়ে দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা বালিয়াডাঙ্গায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
রবিউল ইসলাম :: সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা আল্লারদান হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিলবিস্তারিত…
বিএনপির কন্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি: সাতক্ষীরায় গোলাম পরওয়ার
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, একজন বিএনপি নেতা, যারবিস্তারিত…


