ক্ষমতায় গেলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে: জামায়াত আমির

জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন ।
জামায়াত আমির বলেন, ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে।
ক্ষমতায় যেতে পারলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে একই সঙ্গে বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে এবং জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে প্রতিহত করতে হবে।
এ সময় ডা. শফিকুর রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
সম্পর্কিত সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎবিস্তারিত…

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি
লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। এসব বাংলাদেশিরবিস্তারিত…