এন্ট্রি-লেভেল ফোন এক্স৫বি সিরিজের ওপর সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে

নিউজ ডেস্ক :: যারা স্বল্প বাজেটে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য দুর্দান্ত ঘোষণা দিয়েছে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। ব্র্যান্ডটি তাদের এন্ট্রি-লেভেল ফোন এক্স৫বি সিরিজের ওপর সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে।

বাজেট-বান্ধব এ দু’টি মডেল – এক্স৫বি প্লাস এখন ১২,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১০,৯৯৯ টাকায়, আর এক্স৫বি পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকার বদলে ৯,৯৯৯ টাকায়।

এক্স৫বি সিরিজের স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরমেন্স। স্মার্টফোনগুলোতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সুবিশাল ব্যাটারি। অনার ল্যাবের পরীক্ষায় দেখা গেছে, ১০০০ বার চার্জের পরেও ৮৫ শতাংশ কার্যক্ষমতা বজায় রাখে এ সিরিজের ফোন। অর্থাৎ স্মার্টফোনগুলো প্রায় চার বছর পর্যন্ত ব্যবহারযোগ্য। একবার চার্জ দিয়ে ফোনটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা। পাশাপাশি, মাত্র ১০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকা অবস্থায়ও ১৯ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম উপভোগ করা যাবে। এছাড়াও, ৭৩১ডব্লিউএইচ/এল এনার্জি-ডেন্সের ব্যাটারি এবং ৮.৭ মিলিমিটার হালকা ওজনের ডিজাইনের ফলে এ সিরিজের স্মার্টফোনটি হাতে বা পকেটে খুব সহজেই রাখা যায়।

অনার এক্স৫বি প্লাস মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই আল্ট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্য দিকে এক্স৫বি মডেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা। ফোন দু’টিতে থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে। ১২৮ জিবি স্টোরেজের এক্স৫বি সিরিজে রাখা যাবে প্রায় ৬০ হাজার ছবি, ২৪ হাজার গান বা ২ শ’টির বেশি সিনেমা। এছাড়াও, অনার র‍্যাম টার্বো প্রযুক্তির সাহায্যে ৪ জিবি র‍্যামকে ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

বর্তমানে, মিডনাইট ব্ল্যাক এবং ওশান ব্লু; আকর্ষণীয় এ দুইটি রঙে পাওয়া যাচ্ছে অনার এক্স৫বি সিরিজের এ স্মার্টফোনগুলো। এমন সাশ্রয়ী মূল্যে এবং আকর্ষণীয় অফারে অনার এক্স৫বি সিরিজ দেশের বাজেট ফোন বাজারে এক নতুন মানদণ্ড স্থাপন করছে।






সম্পর্কিত সংবাদ

  • মাত্র ১৫ মিনিটের চার্জে ১২ ঘণ্টা চলবে এই ফোন
  • ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার
  • বিশ্বের সবচেয়ে ছোট ৫ ফোন
  • সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ ফিচার সমৃদ্ধ গ্যালাক্সি এ০৭ উন্মোচন করল স্যামসাং
  • চ্যাটজিপিটির কাছে এই ৫টি প্রশ্ন ভুলেও করবেন না
  • মোবাইল ফোন কে আবিষ্কার করেন
  • ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা, অ্যাপলের সতর্কবার্তা
  • হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাটে মোশন ছবি শেয়ার করার সুযোগ