কলারোয়ায় বিএম আ. রশিদ কচির স্মরণ সভায়— সাবেক এমপি হাবিব

কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএম আব্দুর রশিদ কচি ছিলেন মুক্ত প্রাণের সাদা মনের মানুষ। এ জনপদের মানুষ চিরকালই তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন। তিনি বেঁচে থাকবেন মানুষের অন্তরে, অস্তিত্বে, অনুভবে স্মৃতিচারণে। মঙ্গলবার রাতে কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য প্রয়াত বরেণ্য ক্রীড়াব্যক্তিত্ব বি.এম. আব্দুর রশিদ কচি স্মরণে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএম কচি ছিলেন সকলের আপনার জন। তিনি আমাদের আদর্শ। তিনি দীর্ঘ পঞ্চাশ বছর এ জনপদের ক্রীড়াঙ্গনকে আলোকিত করেছেন। যা এ প্রজন্মকে নতুন করে পথ দেখাবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশনের পরিচালক খান মীজানুল ইসলাম সেলিম বলেন, বিএম কচি ছিলেন সকলের কাছে অত্যন্ত প্রিয় মানুষ। তাঁকে দেখলেই যেনো মন ভালো হয়ে যায়। তিনি ছিলেন একজন ভালো মানুষ। তাঁর ত্যাগের আদর্শ সকলের জন্য অনুসরণীয়। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন বলেন, বিএম কচি ছিলেন সদালাপী ও বন্ধুবাৎসল। তিনি সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের নির্বাহী সদস্য বেনজীর আহমেদ প্রয়াত বি.এম. আব্দুর রশিদ কচির নামে প্রতিষ্ঠানের মিলনায়তনের নামকরণ ও স্মরণিকা প্রকাশ করার প্রস্তাব দেন। ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি শেখ জামিল হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনের ত্রিতল কক্ষে অনুষ্ঠিত এ স্মরণ সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের নির্বাহী সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি হরেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, নির্বাহী সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সদস্য শেখ রেজাউল ইসলাম, কপাই সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, সাবেক ছাত্রনেতা এমএ রব শাহিন, কাজী সিরাজ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সহ সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, কোষাধ্যক্ষ হবিবর রহমান, প্রচার সস্পাদক অহিদুজ্জামান অহিদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সস্পাদক রবিউল হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুল হাসান, নির্বাহী সদস্য আতাহার আলি, হেলাল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র ঘোষ, উৎপল কুমার সাহা, সৈয়দ মাসুদুর রহমান লিটন, মাসরুকুজ্জান, মজুমদার পলাশ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সদস্য সচিব এম এ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন প্রমুখ। স্মরণ সভা সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। প্রয়াত বিএম আব্দুর রশিদ কচির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আবুল কালাম আজাদ। একই দোয়ানুষ্ঠানে ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সদস্য সানবিম করিম সিয়ামের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, বি.এম. আব্দুর রশিদ কচি গত ২৬ মে, সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
সম্পর্কিত সংবাদ

কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার
এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবারবিস্তারিত…

কলারোয়া সীমান্তে ভারতীয় মদ, ওষুধ ও শাড়ি উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ওষুধ ও শাড়িবিস্তারিত…