কলারোয়ায় উৎসবমুখর উদযাপন শেখ আমানুল্লাহ কলেজের রজতজয়ন্তী

কামরুল হাসান ।। কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উৎসব এক মহা মিলনমেলায় পরিণত হয়। গত ৯ জুন কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিপুলসংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর উচ্ছ্বাসভরা উপস্থিতিতে দিনভর নানা চমকপ্রদ কর্মসূচিতে দিনটি উদযাপন করা হয়। “এসো প্রাণের ক্যাম্পাসে, মিলি বন্ধুত্বের উচ্ছ্বাসে”- এই স্লোগানে ঐতিহ্যবাহী শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন উৎসব জাতীয় পতাকা, উদযাপন পতাকা, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ৮ টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা, মেধাবীদের বৃত্তিপ্রদান, কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষকদের মরণোত্তর সম্মাননা এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সদস্য হাবিবুল ইসলাম হাবিব। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মো: মুকিত হাসান খান, উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সভাপতি রইছ উদ্দীন, থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব শেখ সালাউদ্দিনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সন্ধ্যায় পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে বিপুল দর্শক-শ্রোতাকে একক সংগীতের মূর্ছনায় মাতোয়ারা করে তুলেন নন্দিত ব্যান্ডশিল্পী হাসান।






সম্পর্কিত সংবাদ

  • দলীয় নির্দেশনায় গণসংযোগে ব্যাস্ত জেলা বিএনপি নেতা আক্তারুল ইসলাম
  • কলারোয়া সীমান্তে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান।। ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন—সাবেক এমপি হাবিব
  • শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে আছি থাকবো
  • বিএনপি’র লিফলেট বিতরণ করলেন মেয়র আক্তারুল ইসলাম
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই…..সাবেক এমপি হাবিব