কোটা আন্দোলনে হত্যাকাণ্ড : বিচারের দাবিতে শিক্ষকদের সমাবেশ
নিউজ ডেস্ক :: চলমান কোটাবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচার করে শাস্তি দেওয়াসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক।
আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে ‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ’ শীর্ষক এই কর্মসূচি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। কোটা আন্দোলনে নিপীড়নের প্রতিবাদে আজ বেলা তিনটায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হবেন বলে সমাবেশ থেকে জানানো হয়।
সমাবেশে সমাপনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন। তিনি বলেন, ‘শপথের মর্যাদা আপনারা (সরকার) রক্ষা করেন না। অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে একসময় কোটা বাতিল করেন, আবার…। আমরা যারা প্রশ্ন করতে ভুলে গিয়েছি, আমাদের কথা বলার অধিকারের কথা আমরা শিক্ষার্থীদের কাছে নতুন করে শিখছি।’
গীতিআরা নাসরিন বলেন, ‘প্রতিটি হত্যা-নির্যাতনের বিচার করতে হবে। দোষী ব্যক্তিদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে। আহত ব্যক্তিদের যত দূর সম্ভব ক্ষতিপূরণ দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকলে তাঁদের শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে হবে। তা না হলে তাঁরা এখানে থাকতে পারবেন না। শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কোনো কিছুতে বাধ্য করা যাবে না। সবাই শিক্ষার্থীদের পক্ষে থাকুন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা বলেন, নিপীড়নবিরোধী শিক্ষকসমাজের কাছ থেকে তাঁরা সুনির্দিষ্ট কিছু দাবি জানাচ্ছেন। এগুলো হলো হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ীদের খুঁজে বের করে বিচার করে শাস্তি দিতে হবে; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেভাবে সামরিকায়ন হচ্ছে, বিজিবি ঢোকানো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে; শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে, ক্যাম্পাসে তাঁদের নিরাপদে থাকার ব্যবস্থা করতে হবে; ইউজিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধ করার পাঁয়তারা বন্ধ করতে হবে এবং যৌক্তিকভাবে কোটা সংস্কার করতে হবে।
সম্পর্কিত সংবাদ
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল
নিউজ ডেস্ক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থী শহীদ মো. রাব্বি মিয়া, রাকিব হোসাইন,বিস্তারিত…
মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানকে যা যা করতে হবে
নিউজ ডেস্ক :: জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদেবিস্তারিত…