আশাশুনিতে সরকারি কর্মকর্তা জন  প্রতিনিধি ও সাধারণদের নিয়ে ডায়লগ

জি এম মুজিবুর রহমান ::  আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণকে নিয়ে ডায়লগ ও দাবী আদায়ে ডিসি বরাবর স্মারক লিপি হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনজিও উত্তরণ ও আশাশুনি উপজেলা পানি কমিটির আয়োজনে ডায়লগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অকিথি ছিলেন, প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সহ সভাপতি জি এম মুজিবুর রহমান ও আমীর হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক কামরুন নাহার রিনা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে টিআরএম বাস্তবায়ন, নদী খনন, আন্তঃ নদী সংযোগ, উপকূলীয় বাঁধ উচু ও টেকসই করা এবং পানি ব্যবস্থাপনা সংগঠন গড়ে তোলার দাবী সম্বলিত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ গবেষণা চিত্র তুলে ধরে বক্তাগণ এলাকার জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তন ও খাওয়ার পানির সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য দাবী জানিয়ে আলোচনা রাখেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • আশাশুনি প্লাবিত মানুষের মাঝে পুলিশের উপহার সামগ্রী বিতরণ
  • আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন
  • সাতক্ষীরায় পানিবন্দী ১০০ পরিবারের মাঝে ছাত্রশিবিরের ত্রাণ উপহার
  • আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
  • আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার,ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
  • আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ার বিছট ওয়াপদা বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন