সৈয়দপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বেলা ১২টায় শহরের কুন্দল এলাকায় কলেজ মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন ও জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম।
অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলজার হোসেন।
প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও জ্যেষ্ঠ প্রভাষক কহিনূর বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মো. জুলফিকার আলী, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, দাতা সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপরে শিক্ষার্থীদের মার্চপাস্ট, মনোরম ডিসপ্লে, মশাল দৌঁড় ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও অন্যান্য ইভেন্টের মধ্যে ছিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বনাম কলেজের শিক্ষকদের রশি টানাটানি, প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।
শেষে প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও অতিথিদের হাতে পুরস্কার তুলে দেন।
« কয়রায় রমজানে দ্রব্যমুল্য স্বাভাবিক রাখতে ইউএনওর বাজার মনিটরিং (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ৫০ বছরের ভোগদখলীয় রেকর্ডীয় জমি জবর দখল, নিরাপত্তাহীন ৪ পরিবার »
সম্পর্কিত সংবাদ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসাবিস্তারিত…
মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খানকে বিশেষবিস্তারিত…


