বুধহাটা-উজিরপুর সড়কে মৃত গাছ, ঝুঁকিতে পথচারীরা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা টু উজিরপুর সড়কে বহু মরাগাছ দাড়িয়ে থাকায় পথচিরীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
সড়কের দুই পাশে অসংখ্য বড় বড় শিশু গাছে ভরা। এসব গাছের অধিকাংশই কয়েক বছর মরে গেছে। লম্বা লম্বা মরা ডাল মাঝে মধ্যে ভেঙ্গে পড়ে থাকে সড়কে। এসব গাছ ও ডাল সড়কে পড়ে অনেকবার সড়ক বন্ধ হয়ে গিয়েছিল। যানবাহন ও পথচারী দুর্ঘটনা কবলিত হয়েছে কয়েকবার। এনিয়ে পত্রপত্রিকায় অনেকবার খবর প্রকাশিত হয়েছে। জেলা পরিষদের আওতাধীন গাছগুলো এখন এরাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। গাছগুলো অপসারন করা খুবই জরুরী হলেও কর্তৃপক্ষের অবহেলায় বছরের পর বছর কাজের কাজ কিছুই করা হচ্ছেনা। রাস্তার মানুষ, সড়কের পাশে বসবাসকারী পরিবার, দোকান পাট মৃত্যুর ঝুঁকি নিয়ে ব্যবহৃত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সড়কের বুধহাটা দক্ষিণ পাড়া জামে মসজিদের কাছে গাছের একটি বড় ডাল ভেঙ্গে পড়ে সড়কের উপর। রক্ষে ডালের নিচে চাপা পড়েনি কোন যানবাহন বা প্রাণি। তখন নিরাপদ দূরে ছিল কয়েকটি যানবাহন ও পথচারী। ডাল পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। স্থানীয়রা যার যার মত ডাল কেটে রাস্তা পরিস্কার করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় আল আমিন হোসেন ও আবুল কালাম জানায়, সড়কের পাশের অসংখ্য শিশু গাছ রাস্তা জুড়ে বেড়ে উঠেছে। গাছগুলো মরে যাওয়ায় এখন বিপদ জনক হয়ে উঠেছে। গাছগুলো দ্রুত অপসারন করা দরকার। আমরা অনেকবার জেলা পরিষদে আবেদন জানিয়েছি, কিন্তু জানিনা কেন গাছ কাটা হচ্ছেনা। এলাকার মানুষ দ্রুত গাছ কেটে মানুষকে জীবনের ঝুঁকি থেকে বাঁচাতে উর্দ্ধতন
« কলারোয়া থানা ও পৌর শ্রমিক দলের পক্ষ থেকে জেলা বি এন পির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলামকে সংবর্ধনা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ঝাউডাঙ্গা বাজার কমিটির নব-নির্বাচিত সদস্যদেরকে জামায়াতের সংবর্ধনা »
সম্পর্কিত সংবাদ

কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিতবিস্তারিত…

আশাশুনিতে সরকারি কর্মকর্তা জন প্রতিনিধি ও সাধারণদের নিয়ে ডায়লগ
জি এম মুজিবুর রহমান :: আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণকে নিয়ে ডায়লগবিস্তারিত…