আকাশের চাঁদ প্রেমিকার মন পেতে আনতে হবে না…

 প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৯:২৩ পিএম আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৯:২৩ পিএম

ভালোবাসার মানুষটির মন জিততে প্রত্যেকেই কম বেশি চেষ্টা চালান। প্রেমিকার মুখে হাসি ফোটানোর ইচ্ছে সব পুরুষেরই থাকে। প্রেমিকাকে খুশি করতে আকাশের চাঁদ আনার মতো মিথ্যে প্রতিশ্রুতিও দেন অনেকে। প্রেমিকার মন জেতার জন্য কি আকাশের চাঁদ আনার প্রয়োজন সত্যিই? আদৌ নয়। আপনার প্রেমিকাকে কীভাবে মুগ্ধ করবেন তা জানার সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে যা তাকে আবার আপনার প্রেমে পড়তে বাধ্য করবে। বরং চার উপায় শিখে রাখুন, এগুলোর সাহায্যে সহজেই প্রেয়সীর মন জিততে পারবেন আপনিও।

সম্মান দেখান::

প্রত্যেক নারীই তার সঙ্গীর কাছ থেকে সম্মান পেতে চান। শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাসের আশা রাখেন। আপনিও সেদিকে খেয়াল রাখুন। এমন কাজ করুন যা তার প্রতি এবং সম্পর্কের প্রতি আপনার শ্রদ্ধা প্রদর্শন করে। কখনো প্রেমিকাকে অসম্মান করবেন না। তার সঙ্গে ভালোভাবে কথা বলুন। তার মতামতে যোগ্য সম্মান জানান। দেখবেন এতেই পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

সময় দিন::

সম্পর্কের শুরুর দিকে আপনি যেমন তাকে অনেকটা সময় দিতেন, পরবর্তী সময়েও তাকে ঠিক ততটাই সময় দিন। এই সমীকরণে যেন কোনও নড়চড় না হয়। তিনি আপনার থেকে সামান্য সময় আশা করেন। তাই দিনের যে কোনও একটি সময়ে মুখোমুখি বসে দুজনে কথা বলুন। চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডা দিন। তার মুখে হাসি ফুটবে।

মতামতকে গুরুত্ব দিন::

অধিকাংশ পুরুষই সঙ্গীর মতামতে গুরুত্ব দিতে চান না বলে অভিযোগ নারীদের। আপনিও তাদের মতো ভুল করবেন না। আপনি যদি আপনার বান্ধবীকে মুগ্ধ করতে চান তবে তিনি আপনাকে কী বলতে চান তা আপনার শোনা উচিত। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার প্রেমিকার সঙ্গে আলোচনা করুন, তার মতামতকে গুরুত্ব দিন। এটা ভালো খবর, খারাপ খবর, দুঃখের খবর হতে পারে; সে আপনার কাছে কান বাঁকানোর জন্য আসছে। তাই শুনুন। এতে তিনি বেশ খুশি হবেন, আপনাকে আরও বেশি ভালোবাসবেন।

সারপ্রাইজ দিন::

সত্যি কথা বলতে সারপ্রাইজ দিতে কে না ভালোবাসে? আপনার প্রেমিকাকে কীভাবে মুগ্ধ করবেন তা জানার জন্য সর্বদা মনে রাখবেন সারপ্রাইজ সম্পর্ককে চমৎকার করে তোলে। প্রত্যেকেই দীর্ঘদিন ধরে যা চেয়েছিল তা দেখে অবাক হতে পছন্দ করে। হতে পারে তিনি সর্বদা একটি স্পাতে যেতে চেয়েছিলেন, তাই আপনি সপ্তাহের শেষে একটি প্যাকেজ দিয়ে তাকে অবাক করে দিন। সুতরাং, আপনি যদি তাকে অবাক করে দিতে চান তবে তার পছন্দসই কিছু দিয়ে এটি করুন।






সম্পর্কিত সংবাদ

  • যে পাঁচ লক্ষণে বুঝবেন আপনার শিশুর ভবিষ্যৎ সফল
  • রেসিপি: গরুর মাংসের আচার
  • জলে আনন্দে ভাসায় ‘সুখের তরী’
  • শ্যাম্পু কিংবা কন্ডিশনার নয়, চিরুনির কারণেও চুল পড়তে পারে যেভাবে
  • অফিসে কাজের ফাঁকে ক্ষুধা মেটাতে পুষ্টিকর যে খাবার খাবেন
  • স্পোর্টস ইনজুরির প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিরোধ
  • যে সব খাবার খেলে বৃদ্ধ বয়সেও দেখাবে তরুণ
  • ঘরোয়া উপায়েই কমবে পায়ের গোড়ালি ফাটা