সৈয়দপুরে মহিলা দলের সাধারন সভা উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।
গঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী তিন মাসের মধ্যে পাঁচটি ইউনিয়ন কমিটি এবং পৌর এলাকার ১৫ টি ওয়ার্ড কমিটি গঠণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারন সভায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা মহিলা দল উপজেলা ও পৌর মহিলা দলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন। জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা বেগমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য বলেন জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনি ও জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, জেলা মহিলা দলের সহ সভাপতি নাসরিন বেগম, যুগ্ম সম্পাদক মাশা খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক রোজিনা খাতুন, মহিলা দল নেত্রী জাহানারা বেগম প্রমুখ
সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দীর্ঘ ১৭ বছর রাজপথে সৈয়দপুরে মহিলা দলের নেতাকর্মীর ভূমিকা ছিল এক একজন যোদ্ধার মতো। পুলিশী হামলা মামলা, নির্যাতনকে উপেক্ষা করে শুধু সৈয়দপুর নয়,ঢাকার রাজপথেও তাঁরা ছিল সবার আগে। বক্তারা বলেন, দুর্দিনে যারা দলের জন্য কাজ করেছেন এবং এখনও করছেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। তাদের কর্মই যোগ্য স্থানে নিয়ে যাবে বলে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, দলে অনুপ্রবেশ ঠেকাতে হবে। কেউ যাতে দলের ঐক্যে ফাটল ধরাতে না পারে সেজন্য সচেষ্ট থাকতে হবে। তারা বলেন, বিএনপি যাতে আগামিতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নিজেদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবেনা। আগামী নিবাচন হবে কঠিণ, এজন্য নির্বাচনে জয়ী হতে সবাইকে একসাথে থাকতে হবে। গড়ে তুলতে হবো ইস্পাত কঠিণ ঐক্য।
শেষে মহিলা দলের সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করতে সৈয়দপুর উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।
সাত সদস্যের উপজেলা মহিলা দলের আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে কদর বানু এবং শাহানাজ বেগম। কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক মাশরুফা আক্তার সোহাগী,সদস্য সেলিনা বেগম, উম্মে কুলসুম ও কলমী বেগম। অপরদিকে পৌর মহিলা দলের আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে রিনা আনোয়ার এবং শাহিনা পারভিন শিল্পী। কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক সুলতানা রহমান, সদস্য মোছা. দুলালী, নাজমা বেগম,জাহানারা বেগম ও সুগুপ্তা খাতুন। গঠিত উপজেলা ও পৌর আহবায়ক কমিটিকে ইউনিয়ন এবং পৌর ওয়ার্ড কমিটি গঠণের পর উপজেলা এবং পৌর কমিটির সম্মেলন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
« দেবহাটার সখিপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই »
সম্পর্কিত সংবাদ

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।শুক্রবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের দোয়ারাবিস্তারিত…

কয়রায় জলবায়ু সহনশীল কৃষির পথ দেখাচ্ছে স্মার্ট টেকনিক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কৃষিকে টেকসই ও নারীবান্ধব করতে ক্লাইমেট স্মার্ট টেকনিকসবিস্তারিত…