দেবহাটার সখিপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি :: দেবহাটার সখিপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বাড়াতে কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সখিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে এখনো সাধারণ মানুষের ধারণা কম। যে কারণে তারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারেন তাহলে অনেক ছোটখাটো সমস্যা ইউনিয়ন পর্যায়ে সমাধান হয়ে যেত। তাই বিষয়টি জনসাধারণের কাছে পৌছাঁনো জরুরী। তিনি আরো বলেন সরকার যে আইন করে সেটা জনগণের ভালোর জন্য করেন। যারা আইন অমান্য করে তারা অসামাজিক। বেশি বেশি প্রচারের মাধ্যমে গ্রাম আদালতকে শক্তিশালী করতে হবে তাহলে উচ্চ আদালতের জট কমবে।

উক্ত সভায় গ্রাম আদালতের আইন বিধি, ও গ্রাম আদালতের উপরে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। উক্ত সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা, সকল ইউপি সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজ, গ্রাম পুলিশ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এনজিও কর্মী, যুব প্রতিনিধি, নারী নেত্রী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন অত্র প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।






সম্পর্কিত সংবাদ

  • পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল
  • দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়
  • দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন
  • ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
  • সন্ন্যাসীরচক ইমামুদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর
  • দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা
  • দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু