না পারলে বোর্ডে আসুক’ ‘চাই তামিম আরও ২-৩ বছর খেলুক,

আগামী বছর তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে আবার বসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সদ্য বিদায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সে আলোচনায় বসার আগেই আজ পদত্যাগ করেছেন নাজমুল হাসান। তার স্থলাভিষিক্ত নতুন সভাপতি ফারুক আহমেদ অন্তত এ ব্যাপারে পূর্বসূরির সঙ্গে একমত। তামিমকে আরও কয়েকবছর জাতীয় দলে দেখতে চান তিনিও।

বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে প্রশ্ন করা হয়েছিল, তামিম ইকবাল ক্রিকেটে ফিরবেন কিনা। জবাবে সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘এই ব্যাপারে তামিম কী চিন্তা করছে… প্রথমে তার সাথে কথা বলা দরকার। আপনি যদি আমার ব্যক্তিগত মত জানতে চান আমি চাই তামিম আরও ২-৩ বছর খেলুক। তবে ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু হয় না। ওর ফিটনেস দেখতে হবে, ওর দলে আসতে কী কী করতে হবে।’

আমি চাই তামিম আরও ২-৩ বছর খেলুক

তামিমের অনুপস্থিতিতে জাতীয় দলে এখনো কোনো ওপেনার নিজেকে থিতু করতে পারেননি। তাই বোর্ড সভাপতি নিজের পছন্দটা জানিয়ে দিয়েছেন, তামিম যদি খেলোয়াড় হিসেবেও ভূমিকা রাখতে না পারেন, তাহলে বোর্ডের দায়িত্বে চান তাঁকে, ‘তবে সে কি ফরম্যাটে খেলবে আমি মনে করি, ফিফটি ওভার ঠিক আছে, লঙ্গার ভার্সনেও (টেস্ট) ভালো হতো অভিজ্ঞতাসহ। কিন্তু লঙ্গার ভার্সনের যেই কষ্টটা তার বডি নিতে পারবে কিনা আমি জানি না। এইটা তামিমই ভালো বলতে পারবে। ও যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে আমি খুশি হবো।’

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কাঠামো দেখতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ওই সময় ক্রীড়া উপদেষ্টার পাশে থেকে পুরো স্টেডিয়ামসহ বিভিন্ন কাঠামো ঘুরিয়ে দেখিয়েছেন তামিম ইকবাল। বিসিবির পরিচালক পদে তাকে দেখা যাবে কিনা এই প্রশ্ন ওঠলে তামিম বলেছিলেন, “না। এই খবরটি সত্যি না। এটুকু বললাম। আর এখন আর কোন বিষয়ে কিছু বলতে চাই না।”






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
  • শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন, ম্যাচ দেখা যাবে টফিতে
  • মুশফিকের অবসরের ঘোষণা
  • সাতক্ষীরা ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্টে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন
  • ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরায় এ্যাথলেটিক্স ও পুরস্কার বিতরণ
  • কয়রার প্রথম ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক ফুল ম্যারাথন শেষ করলেন শাহিনুর আলম
  • চিটাগংকে হারিয়ে সবার আগে ফাইনালে বরিশাল