শ্যামনগরে বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৪

আহসান হাবীব সিয়াম :: শ্যামনগরে বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার সকাল ৭ টায় উপজেলার কৈখালী ইউনিয়নের পুরাখালী গ্রামের মোহাম্মাদ আলী ও তার স্ত্রী হামিদা খাতুন বসতভিটার ঘেরাবেড়া ঠিক করার সময় একই গ্রামের ডাক্তার সাইফুল্লা ও মাস্টার আব্দুল কাদের বাধা দেয় এবং অকুত্ব ভাষায় গালিগালাজ করে। এর সময় মোহাম্মদ আলী ও রাহান উদ্দিন প্রতিবাদ করলে আসমা, রাফিজা, নাসিমা ও নৈকাটি গ্রামের মাসুদ সরদার লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় ৪জন গুরুতর রকম আহত হয়। আহতরা হলো মোহাম্মদ আলী (৪৫), তার স্ত্রী হামিদা খাতুন (৪২), আব্দুল মালেক (৪০) ও রায়হান উদ্দিন (৪০)।
আহতদের দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, তবে মোহাম্মাদ আলীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন হামিদা খাতুন জানান, তাদের বসতভিটা সহ ৩ বিঘা জমি প্রতিপক্ষরা জাল দলিল করে আত্মসাতের চেষ্টায় দীর্ঘদিন থেকে হুমকি-ধামকিসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
তারা আরো জানান, ডাক্তার সাইফুল্লাহ ও মাস্টার আব্দুল কাদের আওয়ামীলীক সরকারের ছত্রছায়ায় একইভাবে তাদের উপর ক্ষয় ক্ষতি ও হয়রানি করে আসছিল। ৫ আগস্ট এর পরে তারা আবার ভোল পাল্টে জামাত ইসলামের সহযোগিতায় তাদের উপর একইভাবে অত্যাচার করে আসছে। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির অভিযোগের কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
« খানপুর এতিমখানায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে উপজেলা বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ

বিষ প্রয়োগ করে মাছ শিকার, মৎস্য ও পাখি শূন্য হচ্ছে সুন্দরবন
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছবিস্তারিত…

শ্যামনগরে সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবি ছাত্র প্রতিনিধির
আহসান হাবীব সিয়াম :: আওয়ামী লীগ দলীয় সম্পৃক্ততা, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় সদ্যবিস্তারিত…