তারেক রহমানের ৩১ দফা জনগনের সামনে তুলে ধটতে মহিলা দলের লিফলেট বিতরণ 

সৈয়দপুর (নীলফামারী)  প্রতিনিধি :: ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দল।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে ওই কার্যক্রম শুরু করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী বলেন, আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনগনের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্সত্ত্বা ও জাতীয় সমন্বয় কমিশন গঠণ,অবাধ,সুষ্ঠু  ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুঃনপ্রবর্তন সহ ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের বারোটা বাজিয়ে গেছে। লাখ লাখ,কোটি টাকা বিদেশে পাচার করে অর্থনীতির চাকা বন্ধ করেছে। ফলে তাদের বিচার বাংলার মাটিতেই করতে হবে। তাদের সকল দূর্নীতি বিচার দেশের মাটিতেই করতে হবে। এজন্য বিএনপির পতাকাতলে দেশবাসীকে আসার আহবান জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা জনগনের মাঝে তুলে ধরতে দলের সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী। পরে গুরুত্বপূর্ণ সড়কসহ শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক পৌর কাউন্সিলর ইয়াসমিন পারভিন, জেলা মহিলা দলের সভাপতি রওনক আফজাল রেনু, সাধারণ সম্পাদক রুপা বেগম, সিনিয়র গুলশান আরা বাবলী, সহ সভাপতি সখিনা বেগম, সাংগঠনিক সম্পাদক শবনম খাতুন,সহ দপ্তর সম্পাদক মোমেনা খাতুনসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।





সম্পর্কিত সংবাদ

  • আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই : মির্জা ফখরুল
  • ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে আটক ১৩০৮ জন
  • দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
  • পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে : ডা. শফিকুর রহমান
  • যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
  • শুরু হচ্ছে আইডিয়া প্রকল্পের ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম
  • কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে : হাসনাত
  • এ মাসে শিলাসহ বজ্রবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের