চেক সংক্রান্ত মামলায় দুই সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: ঢাকা ও বগুড়া আদালতে দায়ের হওয়া চেক সংক্রান্ত মামলার দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) রাতে মিজানুর রহমান (৪৫) ও এম এ বারি (৬২) নামে ওই আসামিদের ব্যবসা প্রতিষ্ঠান ও নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তাদেরকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়,বগুড়া জেলা যুগ্ম জজ আদালতে
২০২০ সালে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি বকপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র মিজানুর রহমানের বিরুদ্ধে চেক সংক্রান্ত একটি মামলা হয়। মামলা নং- ১৬৫১/২০। সম্প্রতি ওই মামলায় আসামির অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১৩ লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেন।
একই অভিযোগে ২০১৬ সালে সৈয়দপুর প্লাজা মার্কেটের হিমু ফ্যাশনের মালিক এম এ বারির বিরুদ্ধে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজের আদালতে চেক সংক্রান্ত একটি মামলা হয়।
মামলা নং-২২১/২০। সম্প্রতি ওই মামলায় বিজ্ঞ আদালত আসামির অনুপস্থিতিতে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকার অর্থদণ্ডাদেশ দেন।
উভয় আদালতের রায়ের পর দণ্ডাদেশ পাওয়া আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানা দুটি গত সপ্তাহে সৈয়দপুর থানায় এলে পুলিশ তাদের গ্রেফতারে অভিযান চালায়। কিন্তু আসামিরা বারবার তাদের অবস্থান ত্যাগ করায় তারা ছিল ধরাছোঁয়ার বাইরে। অবশেষে বুধবার (২২ জানুয়ারি) সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে আসামি মিজানুরকে তার বাড়ি থেকে এবং অপর আসামি এম এ বারিকে সৈয়দপুর প্লাজা মার্কেটের তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ। থানা পুলিশের উপ পরিদর্শক জাকারিয়া,শাহিনুর ও সুভাষ চন্দ্র,সহকারি উপ পরিদর্শক আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স উভয় অভিযানে অংশ নেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন তাদেরকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
« সাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষের জন্য পুকুর প্রস্তুতি ও জৈব নিরাপত্তা ব্যবস্থা শীর্ষক কর্মশালা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কয়রায় জেজেএসের জলবায়ু পরিবর্তন বিষয়ে এ্যাডভোকেসি সভা »
সম্পর্কিত সংবাদ

সড়ক দূর্ঘটনা এড়াতে সম্মিলিত সচেতনতার বিকল্প নেই….ইলিয়াস কাঞ্চন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইরিয়াস কাঞ্চন বলেছেন, সড়কে চালকেরবিস্তারিত…

পাইকগাছা কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ এবং বিনষ্ট
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জালবিস্তারিত…