ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

এস.এম আব্দুল্লাহ :: দীর্ঘ ১৪ বছর পর আসন্ন ১লা ফেব্রুয়ারি ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ খলিলুর রহমান সকল প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন।

সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী একই প্রতীক চাওয়ায় তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা বাজার বাস্তবায়ন কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।

এবারের নির্বাচনে সভাপতি পদে ৩, সহ-সভাপতি পদে ৪, সাধারণ সম্পাদক পদে ৫, সহ-সাধারণ সম্পাদক পদে ৩, সাংগঠনিক ২, কোষাধ্যক্ষ পদে ২, দপ্তর সম্পাদক পদে ১, ক্রিয়া সম্পাদ ২, প্রচার সম্পাদক ২, সদস্য পদে ১১জন সহ মোট ৩৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এরমধ্যে দপ্তর সম্পাদক পদে ডাঃ আবু হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

এর আগে ২৮শে ডিসেম্বর ২০২৪ শনিবার ঝাউডাঙ্গা বাজারের সকল ব্যবসায়ীদের সম্মুখে অন্তর্র্বতী কালীন ঝাউডাঙ্গা বাজার কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল মজিদ উপস্থিত হয়ে এই তফসীল ঘোষণা করেন।

বাজারের কম্পিউটার ব্যবসায়ী এস.এম আব্দুল্লাহ বলেন, যারা ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে আমরা তাদেরই ভোট দেবো। এমন কথাই জানিয়েছেন সাধারণ ভোটারগণ।

প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা নিউজকে বলেন, নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছি।






সম্পর্কিত সংবাদ

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু শিবির
  • জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরায় তারুণ্যের উৎসব  উদযাপন উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  
  • রেজাউল কমিশনার, আব্দুস সবুর কোষাধ্যক্ষ, আবু তালেব সম্পাদক
  • কামার বায়সায় গলায় গামছা পেঁচিয়ে কৃষকের আত্মহত্যা
  • জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুমকে শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য রালি
  • উত্তাল খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বর,  গুড়িয়ে দিল বঙ্গবন্ধু ম্যুরাল