কলারোয়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধি :: পতাকা উত্তোলন,আর্কষনীয় বর্ণাঢ্য পথযাত্রায় কলারোয়া উপজেলা ছাত্রদল পালন করলো ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১লা জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০ টায় তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর বাসভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।

বিভিন্ন স্লোগান সংবলিত  প্লে কার্ড ও প্রতীক হাতে নিয়ে বর্ণাঢ্য র‍্যালী সরকারি কলেজ প্রাঙ্গণ ঘুরে, বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সকলের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন ছাত্রদল এরশাদের পতন ঘটিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছিল।  উপজেলা  ছাত্রদলের আহ্বায়ক শাহ্জালাল সাজুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভ রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসান জামান প্রিন্স, সদস্য সচিব জি এম সোহেল।

 সে সময় উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা ,জেলা বিএনপির অন্যতম সদস্য ও কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর সহ—সভাপতি আখলাকুর রহমান শেলী,যুবদল আহ্বায়ক আব্দুল হাকিম সবুজ,যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ,  বি এম পলাশ, আবু জাফর,রুহুল আমিন খোকন,আলতাফ সাবেক চেয়ারম্যান আসাদ প্রমুখ।

সভায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলো লক্ষনীয়।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, হাবিবসহ বিভিন্ন মহলে শোক
  • কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই : দাফন সম্পন্ন
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন 
  • কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ  
  • কলারোয়ায় বিএনপির সভায় সাবেক এমপি হাবিব – সবার আগে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে
  • কলারোয়ায় সাবেক ছাত্রদল নেতা টিপুর মায়ের ইন্তেকাল