কেশবপুরে ৪টি ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে চারটি ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে চারজন সরকারি কর্মকর্তাকে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নৌকা’র চেয়ারম্যানগন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন।
উপজেলার মঙ্গলকোট, পাঁজিয়া, সুফলাকাটি এবং গৌরীঘোনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় মঙ্গলবার যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাদের উপর ওই ক্ষমতা অর্পণ করা হয়। বুধবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে চিঠি পেয়েছেন। আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে চারজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়।
উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের  আব্দুল কাদের আওয়ামী লীগের (নৌকা),পাঁজিয়া ইউনিয়ন পরিষদের
জসীম উদ্দিন আওয়ামী লীগের (নৌকা), সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মুনজুর রহমান স্বতন্ত্র প্রার্থী (চশমা) ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের হাবিবুর রহমান আওয়ামী লীগের (নৌকা) প্রতিকে ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই চেয়ারম্যানদের অপসরণের দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা। দাবির প্রেক্ষিতে পরবর্তীতে ওই চার ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের উপর পরিষদের দায়িত্ব দেয়া হয়। কিন্তু প্যানেল চেয়ারম্যানেরাও অনুপস্থিত থাকার কারণে ওই চারটি ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে চারজন সরকারি কর্মকর্তাকে।
চেয়ারম্যানদের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রেখে জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সুফলাকাটি ইউনিয়ন পরিষদে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং গৌরীঘোনা ইউনিয়ন পরিষদে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, তারা বুধবার ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ের চিঠি পেয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার থেকে দায়ীত্ব পালন করছেন।





সম্পর্কিত সংবাদ

  • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল
  • কয়রায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের  মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ
  • কেশবপুরে শেকড়ের সন্ধানের সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  • কয়রায় সদর ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ
  • সৈয়দপুরে তারুণ্যের উৎসবের সমাপনী  বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • সৈয়দপুরে ছয় শতাধিক শীতার্তকে  শীতবস্ত্র উপহার দিল কর্ণফুলী ইন্সুরেন্স
  • কয়রায়  পুলিশের বিশেষ অভিযানে  ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 
  • রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত