সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের মায়ের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিবের মা হনুফা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…… রাজিউন) বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়- স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদ নামাজে জোহর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর ভুল্লীপাড়া বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, রিয়াদ আরফান সরকার রানা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো আব্দুল গফুর সরকার, বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলজার হোসেন, অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, অধ্যক্ষ রেজাউল করিম রেজা, অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহীদ শাহাব, অধ্যক্ষ মসিউর রহমান, প্রধান শিক্ষক যথাক্রমে শফিকুল ইসলাম, মো. নাজমুল হক, মো. আব্দুল্লাহ সরকার, মো. সামসুল হক, আব্দুল জব্বার, জামাল উদ্দিন শাহ্, আজিজুল বারী বসুনিয়া, অধ্যক্ষ নাজির -বিন আফজাল, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, সদস্য সচিব নজরুল ইসলাম,  সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলন সহ সৈয়দপুর কর্মরত সাংবাদিক প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • রোগমুক্তি কামনায় মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা
  • শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত
  • ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সৈয়দপুরে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা 
  • কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার 
  • বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
  • বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত
  • সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার  হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • সভাপতি মিজান,সম্পাদক হাসান