নয় প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা লুটপাট

শেখ হাসিনাসহ পরিবারের ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের আমলে নয়টি মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 মঙ্গলবার কমিশনের বেঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

দুদক সূত্র জানিয়েছে, আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বেজা, বেপজাসহ নয়টি প্রকল্পে কমপক্ষে ৮০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। এসব অর্থ আত্মসাত করা এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।

দুদকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা হচ্ছেন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও সজীব আহমেদ ওয়াজেদ (সজিব ওয়াজেদ জয়)।

দুদক সূত্র জানিয়েছে, আপাতত এই চারজনের বিষয়ে অনুসন্ধান করবে দুদুক। অনুসন্ধানে আরো ব্যক্তিদের নাম আসতে পারে।






সম্পর্কিত সংবাদ

  • নতুন বাংলাদেশে আমরা কাদা ছোঁড়াছুড়ি না করি: আজহারী
  • ক্ষমতা হস্তান্তরে রোডম্যাপ শিগগিরই : পররাষ্ট্র উপদেষ্টা
  • বিভেদের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে : সেলিম উদ্দিন
  • পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি
  • ভারতে এইচএমপিভি ভাইরাস শনাক্ত বেনাপোল ইমিগ্রেশনে নেই কোনো সতর্কতা
  • খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়
  • প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের স্বৈরাচারি আচরণ
  • ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজিবি