সৈয়দপুরে ৫ শতাধিক শীতার্তকে শীতবস্ত্র দিল ওব্যাট
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: তীব্র শীতে কাতর ৫ শতাধিক অসহায় ও গরীব নারী পুরুষের মাঝে কম্বল তুলে দিল বেসরকারি সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের চাঁদনগরে সংগঠনটির কার্যালয় চত্বরে কানাডা ভিত্তিক উন্নয়নমূলক সংস্থা ওব্যাটের অর্থায়নে ওইসব শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু ও আমিরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক আকবর আলী খান,প্রান্তিক উন্নয়ন সোসাইটি’র এলাকা সমন্বয়কারী ইরফান আজম, ইনচার্জ জামিল হাসান ও খুরশিদ আলম, হিসাবরক্ষক মেরাজ আলম প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে মেহেজিস ফরিদের সঞ্চালনায় অতিথিরা বলেন, ওব্যাট যেভাবে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। তারা ওব্যাটের মহতি এসব কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শীতবস্ত্র নিতে আসা শহরের গোলাহাটস্থ ৩ নং ক্যাম্পের বাসিন্দা জুবেদা বেওয়া (৭৬) ও গার্ডপাড়া এলাকার মো. সালাম (৫২) তীব্র শীতে তাদের মতো অসহায়দের পাশে দাড়ানোর জন্য ওব্যাটের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতো অনেকে বলেন, শীতবস্ত্র পেয়ে কিছুটা হলেও তারা শীতের কষ্ট থেকে রেহাই পাবেন।
জানতে চাইলে প্রান্তিক উন্নয়ন সোসাইটির এলাকা সমন্বয়কারী ইরফান আজম বলেন, কানাডার অর্থায়নে সেবামূলক উন্নয়ন সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি সৈয়দপুর ছাড়াও বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবায় কাজ করে আসছে। এছাড়া অসহায় ও দুস্থদের জন্য সহায়তামূলক নানামুখী কর্মসূচি পালন করছে। তিনি বলেন,নতুন করে মাত্র ২০ টাকা টোকেনে ডেন্টাল চিকিৎসা এবং কোরআন শিক্ষা প্রদানের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া সামজিক সচেতনতামূলক নানা কাজ করছে সংস্থাটি।
« ধুলিহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল »
সম্পর্কিত সংবাদ
গর্ভবতী-সন্তানসহ নারীরাও গুমের শিকার হয়েছিলেন : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
নিউজ ডেস্ক :: তদন্ত প্রতিবেদন তৈরি করতে গিয়ে ভয়ংকর সব তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্তবিস্তারিত…
ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক :: ৩৩ বছরের পুরনো সংবাদ মাধ্যম দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের ঘোষণাবিস্তারিত…