ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন এর স্মারকলিপি

নিউজ ডেক্স :: ০৯-০৯-২৫ তারিখ বেলা ১১.৩০ মিনিটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ শাখার স্মারকলিপি পেশ।

স্মারকলিপি প্রদান কালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ সভাপতি রিফাত লস্কর বলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। এই কলেজে হাজার হাজার শিক্ষার্থী অধ্যয়নরত, যারা শুধু একাডেমিক পড়াশোনার গণ্ডিতে আবদ্ধ নয়; বরং নেতৃত্ব, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ একটি প্রজন্ম গঠনে আগ্রহী।
বহু বছর ধরে কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুপস্থিত। এটি নেতৃত্ব বিকাশের পথকে ব্যাহত করছে। ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল একটি সংগঠন, যা শিক্ষার্থীদের সমস্যা, দাবি, এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড কলেজ প্রশাসনের নিকট উপস্থাপন করে।

অতএব,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ এর পক্ষ থেকে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি—

১. অনতিবিলম্বে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে।
২. একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩. নির্বাচনের পূর্বপ্রস্তুতি হিসেবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান,সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ সভাপতি রিফাত লস্কর,সহ-সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুর রহীম সহ অন্যান্য নেতৃবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় ভোগ দখলীয় জমি জবর দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট উন্নয়ন কমিটির স্মারকলিপি
  • কয়রায় মুন্ডা শিশুরা আনন্দে মেতে উঠছিল রঙিন উৎসবে
  • উপকূলের সংকট সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: কয়রায় সাবেক ছাত্রনেতা রফিকের মতবিনিময়
  • কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির মিটিং ,উপ-পরিচালককে অবরুদ্ধ করে রাখলো জনতা
  • জাতীয় মৎস্য পদকপ্রাপ্ত চিংড়ি চাষি গোলাম কিবরিয়া রিপনকে সংবর্ধনা প্রদান
  • ঢাকায় আনসার গার্ড ব্যাটালিয়ানের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত