পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, মেডিকেল কর্মকর্তা ডাঃ ইব্রাহিম গাজী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল বাইন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা হুমায়ন কবির, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, পিএসবি শাখা ব্যবস্থাপক জয়ন্তী কুমার ঘোষ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সাবেক সহকারী অধ্যাপক জিএম এম আজহারুল ইসলাম ও রমেন্দ্রনাথ সরকার, দায়িত্ব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, শহীদুল ইসলাম, প্রদীপ শীল, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন ও সেলিনা আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ সহ জনপ্রতিনিধি,বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

 

 

 

পাইকগাছা উপজেলা পানি কমিটির সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলা পানি কমিটির কোয়ার্টারলী মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর টেকসই নদী ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়। সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সেলিম আখতার স্বপন, বিএনপির নেতা শেখ সাদেকুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, কমরেড শেখ আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক সুধাংশু মন্ডল, উত্তরণের দিলীপ সানা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণ রায়, শাহ জমান বাদশা, এসএম মোহর আলী, শহিদুর রহমান, মনিরুজ্জামান, খুকুমণি, নাজমা কামাল, রবীন্দ্রনাথ কর্মকার, আবু হানিফ, জাহিদুর রহমান পিন্টু, আলিফা খাতুন, তাছলিমা বেগম সহ কমিটির সদস্যবৃন্দ। সভার শুরুতেই ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সভায় এলাকার জলাবদ্ধতা নিরসন, নদ-নদী খনন এবং টিআরএম সহ টেকসই নদী ব্যবস্থা বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 






সম্পর্কিত সংবাদ

  • রোগমুক্তি কামনায় মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা
  • শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত
  • ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সৈয়দপুরে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা 
  • কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার 
  • বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
  • বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত
  • সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার  হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • সভাপতি মিজান,সম্পাদক হাসান