শার্শার শিশু কন্যাকে বাঁচতে দিনমজুর বাবার আকুতি

বেনাপোল প্রতিনিধি :: মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। যশোরের শার্শায় তোহা খাতুন (১১) শিশু কন্যাকে বাঁচাতে দিনমুজুর বাবা আকুতি জানিয়েছেন। তার কন্যা বাঁচতে সমাজের বৃত্তবানদের নিকট সাহাজ্যের আবেদন জানিয়েছে। শিশু তোহার হার্ট ছিদ্্র হয়ে গেছে। গত ৬ বছর অসুস্থ্য থাকার পর ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে বলেছে তোহা’র হার্ট ছিদ্র । এখনই অপারেশন করতে হবে। প্রয়োজন ৪ লক্ষ টাকা।

অসুস্থ্য তোহা শার্শা উপজেলার বসতপুর গ্রামের দিন মুজুর মকবুল হোসেনের মেয়ে। তোহা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শেনীতে লেখা পড়া করে। তার অবস্থা এখন খুব আশংকা জনক।

অসুস্থ্য তোহার বাবা মকবুল হোসেন জানান, যত দিন যাচ্ছে অসুস্থ্য তোহার হাত ও পায়ের আঙ্গুল ফুলে যাচ্ছে। হাত ও পয়ের আঙ্গুলের নোখ নীল বর্ণের হয়ে যাচ্ছে। মুখের রং হয়ে যাচ্ছে ফ্যাকাশে। তোহার হত দরীদ্র পিতা একজন দিন মুজুর । তার পক্ষে ৪ লক্ষ টাকা জোগাড় করে এক মাত্র সন্তানকে চিকিৎসা করানো সম্ভব না। তাই তিনি তার এক মাত্র মেয়েকে বাঁচাতে সমাজের সকল দয়াবান ও  বিত্তবানদের কাছে সাহায্যের চান। তোহার চিকিৎসার্থে তার পিতা মকবুল হোসেনের ব্যবহারিত মোবাইল নগদ নং ০১৯২০-৫৩১৩৪৬ তে সাহায্য পাঠাতে অনুরোধ করেছেন। #






সম্পর্কিত সংবাদ

  • সাগরদাঁড়িতে ‘মধুমেলা’র মাঠে গাছ কর্তনের সময় হাতেনাতে ধরেও অজ্ঞাতনামা
  • কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
  • বাংলাদেশ মানবা‌ধিকার ব্যু‌রো’র কয়রা উপ‌জেলা ক‌মি‌টি অনু‌মোদন
  • কেশবপুরে হেফজ খানা ও এতিম খানার  ১৩ নতুন হাফেজ কে পাগড়ি প্রদান 
  • রোগমুক্তি কামনায় মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা
  • শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত
  • ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সৈয়দপুরে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা 
  • কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার