নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে র‌্যলী,আলোচনা সভা ও নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :: অরাজনৈতিক পেশাজীবী সংগঠন সাতক্ষীরার ব্যাংকারদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য মটর সাইকেল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি সম্পন্ন পূর্বক আলোচনা সভায় মিলিত হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লেকভিউ কনফারেন্স রুমে ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে ব্যাংকারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার প্রধান উপদেষ্টা মো. আব্দুল জলিল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান এবং বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এসময় ব্যাংকার’স এসোসিয়েশনের ২ বছর মেয়াদী ৩৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটি সভাপতি মো. আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিন। নবগঠিত কমিটি ঘোষণা করেন ব্যাংকারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার প্রধান উপদেষ্টা মো. আব্দুল জলিল। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে এবং অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার উপদেষ্টা ফরহাদ হোসেন, কাজী মাসুদুল হক, শংকর কুমার দাশ, নিয়াজ হাসান, ব্যাংকারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রহিম, কার্যনির্বাহী সভাপতি মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, ক্যাশিয়ার মো. আবু সায়েম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি (আইএফআইসিপিএলসি) মাহমুদ চৌধুরী, (এবি পিএলসি) আব্দুল্লাহ আল মামুন, (বিকেবি) সমির কুমার বিশ্বাস, (জেবিপিএলসি) মাগফুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তপন কুমার মন্ডল ও দীপিকা সরকার।

 






সম্পর্কিত সংবাদ

  • ঘোজাডাঙ্গা স্থলবন্দর অবরুদ্ধ থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
  • মানবাধিকার দিবসে সাতক্ষীরাতে জামায়াতের আলোচনা সভা
  • সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’র উদ্বোধন
  • সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা
  • সাতক্ষীরায় জামায়াতের ৭ উপজেলা আমীরগণের শপথ
  • সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস পালিত
  • সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন
  • ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার বলাডাঙ্গা চ্যাম্পিয়ন