ঝাউডাঙ্গায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক মুর্শিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক কর্মী ও সহযোগী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও আমেরিকান ইসলামিক সংগঠন মুনা এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ আনিসুর রহমান গাজী। প্রধান আলোচকের আলোচনা রাখেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্য মাওলানা আব্দুল বারী সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা কর্ম পরিষদ সদস্য ড. রুহুল আমিন।

এছাড়াও আলোচনা রাখেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ ও চুপড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ।

কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন এর সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওহাব, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য মাওলানা মহিদুল ইসলাম, মাওলানা নুরুল বাশার ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি বৃন্দ প্রমূখ।

প্রধান মেহমান তার বক্তব্যে বলেন আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্টার পাশাপাশি আমাদের নৈতিকতার পরিবর্তন ও আত্ম গঠন করে একটি সোনালি সমাজে পরিবর্তন করতে হবে। পাশাপাশি আমাদের মানুষদেরকে ইসলামের পথে আহব্বান করতে হবে।

দোয়া-মোনাজাত ও তাবারক গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।






সম্পর্কিত সংবাদ

  • ঘোজাডাঙ্গা স্থলবন্দর অবরুদ্ধ থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
  • মানবাধিকার দিবসে সাতক্ষীরাতে জামায়াতের আলোচনা সভা
  • সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’র উদ্বোধন
  • সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা
  • সাতক্ষীরায় জামায়াতের ৭ উপজেলা আমীরগণের শপথ
  • সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস পালিত
  • সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন
  • ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার বলাডাঙ্গা চ্যাম্পিয়ন