শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানসহ সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট

মাহফিজুল ইসলাম আককাজ :: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় কারিগরি শিক্ষা বিভাগে বরাবরের ন্যায় এবারও সফলতা ধরে রেখে সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করেন সাতক্ষীরা সরকারি কলেজের  অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় কারিগরি শিক্ষা বিভাগে নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট ও একক বিতর্ক প্রতিযোগিতায়ও শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে। এসময় প্রধান অতিথির হাত থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এর পুরস্কার গ্রহণ করেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের (আরএস) বিভাগের বিভাগীয় প্রধান সুমন রেজা, শ্রেষ্ঠ শিক্ষার্থী অভিজিৎ রায়, শ্রেষ্ঠ স্কাউট দল, একক বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিজিৎ রায়।

P
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, নবজীন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারি মো. জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার এবং ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে ক্লাশ চলছে
  • অনলাইন ব্যাংকিং কার্যক্রমে প্রবেশ করল চবি
  • নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতায় আবারও চ্যাম্পিয়ন
  • রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ‘সেন্টমার্টিন দ্বীপের ক্ষয় হচ্ছে না, আয়তন বৃদ্ধি পাচ্ছে’
  • চাকরি হারালেন বেরোবি শিক্ষক ছাত্রলীগ নেতা মনিরুল
  • যানবাহন নিয়ন্ত্রণে ঢাবির ছয় প্রবেশমুখে ব্যারিয়ার নির্মাণ শুরু