না ফেরার দেশে বাংলাদেশ ফুটবলের প্রথম অধিনায়ক

নিউজ  ডেস্ক  ::  বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক ও স্বাধীন বাংলা ফুটবল দলকে নেতৃত্ব দেওয়া জাকারিয়া পিন্টু পাড়ি জমালেন না ফেরার দেশে আর নেই। রাজধানীর একটি হাসপাতালে আনুমানিক ১১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের ফুটবল ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম এই নায়কের বয়স হয়েছিল ৮১ বছর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশের ফুটবলের প্রথম অধিনায়কের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।  তারা জানায়, সোমবার ১১টা ৫০ মিনিটে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে কদিন ধরেই ভুগছিলেন পিন্টু। তার অবস্থার অবনতি হলে রবিবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই দেশের মুক্তি সংগ্রামের নায়কদের একজন মৃত্যুবরণ করেন।
পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। শোক বার্তায় তারা বলেছে, ‘বাফুফে জাকারিয়া পিন্টুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পিন্টু ছিলেন গর্বিত মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং ফুটবলে তার অবদান অনস্বীকার্য।’ ১৯৪৩ সালে অবিভক্ত ভারতবর্ষের নওগাঁয় জন্ম পিন্টুর। রক্ষণভাগের এই ফুটবলার বাংলাদেশ সরকার থেকে ১৯৯৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।





সম্পর্কিত সংবাদ

  • ব্যাটারদের ব্যর্থতায় হার বাংলাদেশের
  • বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে আন্তগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লবণগোলা ২-১ গোলে চ্যাম্পিয়ন 
  • আর্জেন্টিনার জার্সির বিজ্ঞাপনে আছে বাংলাদেশও
  • হাথুরুর ‘চড়’ নিয়ে কিছু বলতে চান না নাসুম
  • শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
  • চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান কাইজ্জা শেষ পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরে পৌঁছাল
  • ২০ বছরের পর এবার ১০ বছরের নিষেধাজ্ঞা লংকান ক্রিকেটারের