দুর্ঘটনার শিকার হিনা খান
বলিউড অভিনেত্রী হিনা খান। বিভিন্ন কারণে বারবার উঠে আসেন সংবাদে শিরোনামে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার মাঝে সম্প্রতি ছুটি কাটাতে ঘুরতে গেছেন মালদ্বীপে। সেখানেই দুর্ঘটনার শিকার হয়েছেন এ অভিনেত্রী।
এই ঘটনায় তার ভক্ত-অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। তবে ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত এই অভিনেত্রীর কাছে এই বিষয়টি নাকি বেশ ইতিবাচক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত হবার ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
যেখানে দেখা যায়, অভিনেত্রীর পায়ে আঘাতের চিহ্নও। মালদ্বীপে অনেক অ্যাডভেঞ্চার করেছেন হিনা। যে কারণেই সম্ভবত তিনি আহত হয়েছেন। যা দেখার সঙ্গে সঙ্গেই তার ভক্তরা উদ্বিগ্ন বলা চলে।
পায়ে আঘাতের ছবিটি শেয়ার করে হিনা লিখেছেন, ‘মালদ্বীপে গিয়ে চোট পেয়েছি।’ অভিনেত্রীর এই ছবি দেখার পর ভক্তরাও বেশ চিন্তিত। তবে হিনা বিষয়টি নিয়ে একটু অন্যরকমই ভাবছেন। তিনি এটাকে মালদ্বীপের চিহ্ন হিসেবেই মনে করছেন।
উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।
এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।
সম্পর্কিত সংবাদ
আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউজ ডেস্ক :: গীতিকবি সংঘ বাংলাদেশের ২০২৪-২৬ মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আসিফবিস্তারিত…
আবারও প্রেমে পড়েছেন পরীমণি
নিউজ ডেস্ক :: আবারও প্রেমে পড়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুনবিস্তারিত…