আমার দৃষ্টিভঙ্গি আশাবাদী চশমা পরা মানুষের মতো : শ্রদ্ধা কাপুর

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে তিনি আধ্যাত্মিক বিষয়ের প্রতি বিশ্বাস নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। শ্রদ্ধা জানান, আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি তার কৌতূহল রয়েছে। তবে তিনি এটা স্পষ্ট করেছেন, কোনো নির্দিষ্ট প্রথা বা মতাদর্শের প্রতি পুরোপুরি আস্থা রাখেন না এই অভিনেত্রী।

শদ্ধা আরও বলেন, পিতৃপক্ষের দিনে আমি দুটি পূজা করেছি। যা আমার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সনাতন সংস্কৃতিকে নির্দেশ করে। আমি ওই দিন কৌতূহলবশত পণ্ডিতের সঙ্গে বসেছিলাম এবং তার কাছে আগামী নয় দিনের উৎসব সম্পর্কে জানতে চেয়েছিলাম। কারণ আমি ঐশ্বরিক দেবী শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে চেয়েছিলাম। আধ্যাত্মিকতা নিয়ে অভিনেত্রীর রয়েছে বেশ কিছু মজার অভিজ্ঞতা।

এ নিয়ে তিনি আরও জানান, আধ্যাত্মিকতা তার জন্য একটি মজার অভিজ্ঞতা মাত্র। যেটাকে তিনি নিজ জীবনের ঘটনাবলির সঙ্গে সরাসরি যুক্ত করেন না। শ্রদ্ধার ভাষ্য, ‘এটা এমন কিছু নয় যেটা আমাকে আকর্ষণ করবে। তবে পুরো বিষয়টা বেশ মজার। যদিও আমি কৌতূহলী, আমি কখনও আমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাগুলোকে একেবারে এই চিন্তাধারাগুলোর সঙ্গে সম্পর্কিত করে দেখিনি।’

এদিকে জানা যায় শ্রদ্ধা ইতিবাচক শক্তিতে বিশ্বাস করেন। জীবনে চলার পথে উত্থান-পতনকে তিনি ইতিবাচক ভাবে ভেবে থাকেন। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমার অন্তর সবসময় ইতিবাচক সবকিছুর প্রতি বিশ্বাস রাখে। আমি এতটাই আশাবাদী মানুষ যে, আমার দৃষ্টিভঙ্গি পৃথিবীর সবচেয়ে আশাবাদী চশমা পরা মানুষের মতো।

শ্রদ্ধাকে সর্বশেষ হরর কমেডি ‘স্ত্রী -২’ সিনেমাতে দেখা যায়। সিনেমাটি পরিচালনা করেন অমর কৌশিক। প্রায় ১২০ কোটি রুপী ব্যয়ে নির্মিত এই সিনেমাটিতে আরও অভিনয় করেন ‘তামান্না ভাটিয়া’, ‘বরুণ ধাওয়ান’, ‘অক্ষয় কুমার’সহ অনেকে। ছবিটি বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৮৭৪ কোটি রুপী।

সূত্র :কালবেলা





সম্পর্কিত সংবাদ

  • নারী চরিত্রনির্ভর সিনেমা এখন আর চলে না: বিদ্যা
  • বলিউডের নতুন তারকাদের নিয়ে আক্ষেপ অক্ষয়-অজয়ের
  • সর্বকালের সেরা পাঁচ অ্যানিমেশন সিনেমা
  • এবারের ‘মিস ইউনিভার্স’ খেতাব পেলেন ভিক্টোরিয়া
  • ৪৫তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘প্রিয় মালতী’র প্রশংসায় ক্রিটিকসরা, মেহজাবীনে মুগ্ধ মিশরীয় অভিনেত্রী
  • দুর্ঘটনার শিকার হিনা খান
  • সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত
  • জনপ্রিয় পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী