উপদেষ্টারা কে কোন জেলার

নিউজ  ডেস্ক  ::  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল রবিবার শপথ নিয়েছেন আরও তিনজন। এতে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এই ২৪ জনের মধ্যে ১৪ জনের বাড়িই চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগের রয়েছেন ৫ জন। এছাড়া একজন রাজশাহী, একজন বরিশাল, একজন যশোর, একজন সুনামগঞ্জ জেলার উপদেষ্টা রয়েছেন। একজনের জন্ম কলকাতায়।

উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের জন্ম পুরান ঢাকার
মাহুতটুলীতে। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। তিনি অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদের জন্ম পূর্ববঙ্গের নোয়াখালী জেলায়। তিনি পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।ড. আসিফ নজরুলের জন্ম কুমিল্লায়। তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আলী ইমাম মজুমদারের জন্ম কুমিল্লা জেলার নানুয়া দিঘিরপাড়ে। তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

ড. আ. ফ. ম. খালিদ হোসেনের জন্ম চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সুপ্রদীপ চাকমার জন্ম খাগড়াছড়ি জেলার সদর উপজেলায়। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মাহফুজ আলমের জন্ম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) জন্ম মুন্সীগঞ্জে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আদিলুর রহমান খানের জন্ম মুন্সীগঞ্জ জেলায়। তিনি শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।মো. নাহিদ ইসলামের জন্ম ঢাকায়। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নূরজাহান বেগমের জন্ম ঢাকার ধামরাই উপজেলায়।

তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকীর জন্ম ঢাকার নাখালপাড়ায়। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মো. তৌহিদ হোসেনের জন্ম রাজশাহীতে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের জন্ম বরিশালে। তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

শেখ বশিরউদ্দীনের জন্ম যশোরের নাভারনে। তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের জন্ম সুনামগঞ্জে জেলার মধ্যনগর উপজেলায়। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া উপদেষ্টা হাসান আরিফের জন্ম কলকাতায়। তিনি ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

সূত্র :দেশ রূপান্তর


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ প্রধান উপদেষ্টার
  • তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে প্রধান উপদেষ্টাকে চিঠি
  • প্রধান উপদেষ্টা ফেসবুকের সহায়তা চাইলেন বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে
  • ভারতীয় হাইকমিশনে বিএনপির তিন সংগঠনের স্মারকলিপি
  • দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির
  • ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াতের আমির
  • নেতাকর্মীদের যে আহ্বান জানালেন তারেক রহমান