সায়ানের একক কনসার্ট

নিউজ  ডেস্ক  :: ‘গানে গানে সায়ান’ শিরোনামে আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফারজানা ওয়াহিদ সায়ানের একক কনসার্ট। আগামী ২২ নভেম্বর, শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে দুই ঘণ্টাব্যাপী নিজের সব গান পরিবেশন করবেন সায়ান। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সায়ান বাংলা গানে এক অনন্য নাম।

বাংলা গানের অন্যতম সিঙ্গার-সংরাইটার হিসেবে নিজের লেখা-সুরের গানে তিনি জয় করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়। অনেক বছর পর সায়ান লাইভ কনসার্টে ফিরছেন একক কনসার্ট দিয়ে। দেশ কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অন্যায়ের প্রতিবাদে সায়ানের কণ্ঠ সবসময় সরব থেকেছে গানে গানে। সেই সব গান নিয়ে একটি সন্ধ্যার আয়োজন আজব কারখানার ‘গানে গানে সায়ান’।

আজব কারখানা সবসময় চেষ্টা করবে এমন ভিন্নধরনের আয়োজনের। ঘুরে ফিরে সেই একই ব্যান্ড আর শিল্পীদের কনসার্টের বাইরে এসে সব ধরনের শ্রোতাদের জন্য গানের আয়োজনই আমাদের মূল উদ্দেশ্য।’গানে গানে সায়ানের টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কমে। তিন ধরনের টিকেটের মূল্য ৫০০, ৭০০ ও ১০০০ টাকা।


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনন্য পরিবেশনায় গ্লেনরিচ উত্তরা রকফেস্ট অনুষ্ঠিত
  • বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন
  • শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
  • ‘এখন যৌবন যার’ গানের ভিডিও দেখে যেতে পারলেন না কবি হেলাল হাফিজ
  • চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
  • আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত