কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ

কামরুল হাসান :: কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের অনুদানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাথী সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুরে সাথী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান।
খেলার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। সাফজয়ী বাংলাদেশের নারী ফুটবল দল আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এসময় নারী দলকে শুভেচ্ছা জানিয়ে আগামীদিনে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম অর্জনে অবদান রাখার আহবান জানান তিনি।
সাথী সসাজ কল্যাণ সংস্থার কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান, কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশংকর নন্দী, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাকন, গোয়ালচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও সকল ছাত্র-ছাত্রী।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুটবলসহ খেলার সামগ্রী তুলে দেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।
সম্পর্কিত সংবাদ

কোন মানুষ যেন হয়রানি না হয়’ : কলারোয়ায় সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত…

কলারোয়া নিউজ ও আওয়ার নিউজের নতুন কার্যালয় উদ্বোধন, ইফতার মাহফিল
কামরুল হাসান :: অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকম এর নতুনবিস্তারিত…