শহীদ পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকুরি দিতে হবে: জামায়াতের আমীর

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীল আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকে ফলপ্রসূ করতে জামায়াত শহীদদের স্বপ্নের সাথে একাত্ম হয়ে কাজ করবে।
তিনি উল্লেখ করেছেন, আগস্ট বিপ্লবের শহীদরা জাতীয় বীর, এবং তাদের আত্মত্যাগের গুরুত্ব অস্বীকার করা যাবে না। এজন্য রাষ্ট্রকে শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল শহীদের অবদান জাতীয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে।
শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রত্যেক শহীদ পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এবং তাদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তাহলে তারা দেশের জন্য যেকোন ত্যাগে প্রস্তুত থাকবে।
রোববার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় জামায়াতের পক্ষ থেকে শহীদ পরিবারের জন্য সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়। সভায় কূটনৈতিক কোরের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সামাজিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যারা ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী জুলুমের শিকার হয়ে শাহাদাৎবরণ করেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসীবাদের হাতে মানুষ হত্যার ঘটনাগুলো দেশের জন্য শঙ্কার সৃষ্টি করেছিল। তাদের নারকীয় কর্মকাণ্ড বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে।” তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “আগস্ট বিপ্লবের পর জামায়াত শহীদ পরিবারের সাথে যোগাযোগ করেছে। তারা আমাদেরকে সময় দিয়েছেন, আমরা দয়া করিনি।” তিনি ফ্যাসীবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সভাটি তিনটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে দেড়টায় প্রামাণ্য চিত্র প্রদর্শনী উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১১ সহস্রাধিক সুধী অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সম্পর্কিত সংবাদ

আওয়ামী আমলে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল:ডা.শফিকুর রহমান
নিউজ ডেস্ক :: বিগত সময়ে (আওয়ামী লীগ সরকার) জামায়াতে ইসলামীর ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়াবিস্তারিত…

নেতৃত্ব সঙ্কটে আওয়ামী লীগ, ভেঙে যেতে পারে দল
আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভাবমূর্তি ও নেতৃত্ব সঙ্কটের মুখোমুখি। এ অবস্থায় শেখ হাসিনা ছাড়াবিস্তারিত…