হাসান মাহমুদের জোড়া আঘাত

নিউজ ডেস্ক :: টাইগাররা পুরো এক ঘণ্টা উইকেটের জন্য হন্যে হয়ে ঘুরেছিল। বোলিংবান্ধব মিরপুরে সব বিকল্পকেই ঘুরেফিরে বোলিংয়ে পাঠিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু লাভের লাভ হয়নি। বাংলাদেশকে ভুগিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটার কাইল ভেরেইনে এবং উইয়ান মুল্ডার। দুজনের পার্টনারশিপ গড়েছিল নতুন রেকর্ডও।মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের মিনিট ১৫ আগেই মাঠে গড়ায়।
কেননা সোমবার আলোক স্বল্পতায় আগেই হয়েছিল শেষ।তবে আজ প্রথম ঘন্টা শেষেও পিছিয়ে টাইগাররা।জানা যায়, ভেরাইনে এবং মুল্ডারের ব্যাটে ভর করে মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের লিড পার করেছিল প্রোটিয়ারা।
তবে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান হাসান মাহমুদ।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৪২ রান। কাইলে ভেরাইনের ৭৬ রান এবং ডানে পিয়েডট ৬ রানের ব্যাট করছেন। এতে ১৩৬ রানের লিডে রয়েছে সফরকারীরা।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ভেরাইনে।এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে কাইলে ভেরাইনের ১৮ রান এবং উইয়ান মুল্ডারের ১৭ রানে ভর করে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। হাসান মাহমুদ শান্ত মুল্ডার কেশব মহরাজ আউট ক্রিকেট টাইগার
সম্পর্কিত সংবাদ

চিটাগংকে হারিয়ে সবার আগে ফাইনালে বরিশাল
নিউজ ডেস্ক :: চিটাগং কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটলো তামিম ইকবালের ফরচুনবিস্তারিত…

সাতক্ষীরায় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ারবিস্তারিত…