আইন সচিবের চলতি দায়িত্বে আবু তাহের

নিউজ  ডেস্ক  ::

অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার (১৪ অক্টোবর) আইন ও বিচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) এম মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব শেখ আবু তাহেরকে আইন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়। পরে আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় গত ১১ অক্টোবর আইন ও বিচার বিভাগের সচিব পদ থেকে অবসরে যান মো. গোলাম রব্বানী। তার স্থলে অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে নিয়োগ করেছে সরকার।এর আগে গত ৬ অক্টোবর বিচারক শেখ আবু তাহেরকে বরিশালের জেলা ও দায়রা জজ পদ থেকে বদলি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র :কালবেলা নিউজ





সম্পর্কিত সংবাদ

  • আদানির আল্টিমেটাম, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • আওয়ামী লীগ আমলে পাচার ২৮ লাখ কো‌টি টাকা
  • দেশজুড়ে অপুষ্টি প্রতিরোধে সাজেদা ফাউন্ডেশনের সাথে আইএসডি’র অংশীদারিত্ব
  • কোটি টাকা পুরস্কার ও বৈষম্য নিরসনে উদ্যোগ ক্রীড়া উপদেষ্টার
  • সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকারকে আরো সক্রিয় হতে হবে
  • স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. আসিফ নজরুল
  • ৮ জেলায় নতুন ডিসি
  • ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টির আভাস