‘বাংলাদেশের ব্যাটিং অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন’

নিউজ ডেস্ক :: ‘বাংলাদেশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি। নিম্নমানের ক্রিকেট খেলেছে।’কথাটা আকাশ চোপড়ার। বলেছেন নিজের ইউটিউব চ্যানেলে গতকাল ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি শেষে। আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারত এই রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জিতেছে ৪৯ বল হাতে রেখে। স্বাগতিকদের দাপটটা স্পষ্ট। দুই দলের মধ্যে পারফরম্যান্সে আকাশ-পাতাল ফারাক দেখে নাজমুল হোসেনের দলের কড়া সমালোচনা করেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। নাজমুলের কথা সত্য, দ্রুত রান তোলায় স্পেন–ইতালিরও পেছনে বাংলাদেশ

ভিডিওর শুরুতে বাংলাদেশকে নিয়ে আকাশ বলেছেন, ‘ধ্বংস, আধিপত্যের স্বীকার। দফারফা করে দিয়েছে। বাংলাদেশের ভাইয়েরা, তোমরা কী করছ? কেমন ক্রিকেট খেলছ? আসলে আশপাশেও (ভারতের) আসতে পারেনি। একপেশে বলতে যা বোঝায়, ঠিক তা–ই। ম্যাচ কোথায় এটা তো “মিস-ম্যাচ”(অসম শক্তির) ছিল।’

বাংলাদেশকে নিয়ে আকাশ এরপর আলাদা করে বলেছেন, ‘এশিয়াতে আপনারা (বাংলাদেশ) তৃতীয় বা চতুর্থ সেরা দল হতে পারেন। কিন্তু ক্রিকেটে বেড়ে ওঠার যে ব্যাপারটা, সেটা আপনাদের ক্ষেত্রে একদমই চোখে পড়েনি। আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না। টেস্ট ম্যাচের (সিরিজ) কথা বলা যায়, চেন্নাইয়ে আমার দুটি সেশন মনে পড়ছে, তার পর থেকেই পারফরম্যান্স নিম্নমুখী। প্রতিটি লড়াইয়ে পিছিয়ে পড়ছে।

এই (প্রথম টি-টোয়েন্টি) ম্যাচের ব্যাটিং তো অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন। বোলিং নিয়ে কথা যতটা সম্ভব কম বলাই ভালো।’টি-টোয়েন্টি সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর বুধবার দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি।

সূত্র : প্রথম আলো নিউজ

 






সম্পর্কিত সংবাদ

  • অভিষেকেই ৬১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
  • বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ফুটবল পার্টনার পেল বাফুফে
  • কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের কমিটি গঠন
  • কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
  • শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন, ম্যাচ দেখা যাবে টফিতে
  • মুশফিকের অবসরের ঘোষণা
  • সাতক্ষীরা ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্টে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন