১৩ কেজি গাঁজাসহ শিক্ষার্থীদের হাতে ধরা পড়লেন দুজন

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ :: ‍মুন্সীগঞ্জে পাচারের সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাদের টহলরত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলার মুক্তারপুর সেতু এলাকায় কুমিল্লা থেকে মুন্সীগঞ্জে পাচারের সময় গাঁজাসহ তাদের আটক করে শিক্ষার্থীরা।

আটকরা হলেন–কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদ আলী (২৯) ও একই এলাকার সিয়াম (১৯)।

মুন্সীগঞ্জের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

লে. কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, ট্রাফিক পুলিশ না থাকায় গেল কয়েকদিন ধরেই রোদে পুড়ে-ঘামে ভিজে সড়কে শৃঙ্খলার কাজ করছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় মুক্তারপুর সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে একটি গাড়িকে সন্দেহ হলে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে তারা।

পরে টহলরত সেনাবাহিনীর একটি টিম খবর পেয়ে গাঁজাসহ ওই দুইজনকে আটক করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা।






সম্পর্কিত সংবাদ

  • কপিলমুনি প্রেস ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত
  • মাসব্যাপী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র খুলনা জোনরে গাছের চারা বিতরণ
  • বজ্রসহ বৃষ্টির আভাস সব বিভাগেই
  • শুক্রবার মেট্রোরেল চালাতে সময় চায় ডিএমটিসিএল
  • ‘ছাত্র-জনতার বিপ্লব সারা বিশ্বে প্রশংসিত’
  • বন্যার্ত মানুষের পাশে আইএসডি’র শিক্ষার্থীরা
  • বিএনপি নেতার বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ৬
  • গাজীপুরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩