১৩ কেজি গাঁজাসহ শিক্ষার্থীদের হাতে ধরা পড়লেন দুজন

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ :: ‍মুন্সীগঞ্জে পাচারের সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাদের টহলরত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলার মুক্তারপুর সেতু এলাকায় কুমিল্লা থেকে মুন্সীগঞ্জে পাচারের সময় গাঁজাসহ তাদের আটক করে শিক্ষার্থীরা।

আটকরা হলেন–কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদ আলী (২৯) ও একই এলাকার সিয়াম (১৯)।

মুন্সীগঞ্জের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

লে. কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, ট্রাফিক পুলিশ না থাকায় গেল কয়েকদিন ধরেই রোদে পুড়ে-ঘামে ভিজে সড়কে শৃঙ্খলার কাজ করছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় মুক্তারপুর সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে একটি গাড়িকে সন্দেহ হলে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে তারা।

পরে টহলরত সেনাবাহিনীর একটি টিম খবর পেয়ে গাঁজাসহ ওই দুইজনকে আটক করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা।






সম্পর্কিত সংবাদ

  • বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে ছেলে
  • পাইকগাছায় অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামীলীগ কার্যালয়টি উচ্ছেদ হয়নি আজও
  • কপিলমুনি প্রেসক্লাবের কমিটিতে আহ্বায়ক শফিউল সদস্য সচিব বজলু
  • বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত এনইউবির শিক্ষার্থীর নামে “আসিফ চত্বরের” স্মৃতিফলক উন্মোচন
  • সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড়
  • বিএম কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে হল থেকে বহিষ্কার
  • বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন
  • সিলেটে অন্যরকম ওরস