কোনো নির্বাচনেই জনগণ ভোট দিতে পারেনি আ.লীগের আমলে ;তাজুল ইসলাম
নিউজ ডেস্ক :; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না।
তিনি শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জুরিস্ট ভয়েস জামালপুরের উদ্যোগে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, একটি রাষ্ট্রের কতটুকু পরিমান পঁচন ধরলে প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, সকল এমপি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, থানার পুলিশ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে মসজিদের ইমাম পর্যন্ত পদত্যাগ করে পালিয়ে যায়। আমরা এরকম দেশ আর দেখতে চাই না।
তিনি আরও বলেন, গণতন্ত্রে ভোট দেওয়ার বিধান থাকলেও আওয়ামী লীগের আমলে একের পর এক সংসদ নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি। তাই সংস্কারের মাধ্যমে এই রাষ্ট্রের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
জুল ইসলাম বলেন, যে সংবিধান আপনাকে আপনার ভোটের অধিকার দিতে পারে না, অথচ লেখা আছে ডেমোক্রেটিক রিপাবলিক হবে। সেই ইনস্টিটিউশন সমাজ এবং রাষ্ট্রের চাহিদা পূরণ করতে সক্ষম নয়। যেই প্রশাসন হওয়ার কথা ছিল নাগরিকের, সেই প্রশাসন এমন পর্যায়ে ঠেকেছিল যে একজন বিসিএস কর্মকর্তা তাকে কেন স্যার বলা হচ্ছে না, সেজন্য নাগরিককে গ্রেফতার করেছে, হয়রানি করেছে, মারধর করেছে। এই যে মাইন্ডসেট হয়েছে, আমি সরকারি কর্মকর্তা মানেই আমি জনগণের মালিক হয়ে গেছি। এটা দেশের কত বড় যে ভ্রান্তি, এটা যে রাষ্ট্রের ক্ষতি, সেটা বুঝা যায় তাদের আচরণ দেখে।
জুরিস্ট ভয়েস জামালপুরের স্বত্বাধিকারী এডভোকেট মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. আমান উল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান মন্টুসহ সংশ্লিষ্ট সিনিয়র-জুনিয়র আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীরা।
পরে ফুল ও ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
নিউজ ডেস্ক :: রাষ্ট্র সংস্কারে পাঁচটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবারবিস্তারিত…
তারেক রহমানসহ সব সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবি
নিউজ ডেস্ক :: দৈনিক দিনকালের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক তারেক রহমানসহ সব সাংবাদিকের হয়রানিমূলক মামলাবিস্তারিত…