ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুরের বন্যার্তদের পাশে 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: শোরের কেশবপুরে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখা। বুধবার সকালে কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত ২২৭ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল দেওয়া হয়।
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলাম ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের যশোর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদস্য আবু মুছা সালিম, মুফতি হাবিবুল্লাহ ও যুব আন্দোলনের সভাপতি মুরাদ খান। অতিথিরা বন্যার্ত অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রী পেয়ে বন্যার্তরা খুশি প্রকাশ করেন।





সম্পর্কিত সংবাদ

  • কেশবপুরে হেফজ খানা ও এতিম খানার  ১৩ নতুন হাফেজ কে পাগড়ি প্রদান 
  • রোগমুক্তি কামনায় মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা
  • শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত
  • ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সৈয়দপুরে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা 
  • কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার 
  • বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
  • বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত
  • সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার  হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন