ইরানের গুরুতর অভিযোগ:আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে

নিউজ ডেস্ক :: চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গেল জুলাইয়ে ক্ষমতাগ্রহণের পর সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রথমবার সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। এ সময় কথা বলেন বিভিন্ন ইস্যুতে। পেজেশকিয়ানের অভিযোগ, ইরানকে আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিতে চাইছে ইসরায়েল।

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন মন্তব্য করলেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে তেহরানকে আঞ্চলিক যুদ্ধে জড়াতে চাইছে ইসরায়েল। কিন্তু ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। তেহরানের মাটিতে ওই হত্যাকাণ্ড আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছিল।

নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়ে গত ৩১ জুলাই হত্যাকাণ্ডের শিকার হন হানিয়া। তিনি হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। এজন্য চরম প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। তবে ইসরায়েল হত্যাকাণ্ডে দায় অস্বীকার করেছে।

ইরান পরমাণু অস্ত্র বানাতে চাইছে না বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন পেজেশকিয়ান। নিজ দেশের পরমাণু কর্মসূচির পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি এ কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের কাছে মিসাইল নেই। ইসরায়েল গাজার মতো আমাদের ওপরও যেকোনো সময় বোমা ফেলতে পারে। আমরা আমাদের আত্মরক্ষা সক্ষমতা ত্যাগ করব না।






সম্পর্কিত সংবাদ

  • জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা
  • দাবি ইসরায়েলের : একসঙ্গে দুইশরও বেশি মিসাইল ছুড়েছে ইরান
  • জাকির নায়েককে লাল গালিচা সংবর্ধনা দিলো পাকিস্তান
  • নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রে ‘করপোরেট বিভাজন’ চরমে
  • ইতিমধ্যে শেষ সীমায় পৌঁছে গেছেন মোদি
  • পুড়ছে ইসরাইলের শহর হিজবুল্লাহর রকেট হামলায়
  • বাংলাদেশের নতুন সংস্কারে সমর্থন জানিয়ে হোয়াইট হাউসের বিবৃতি
  • ভোটার তালিকা তৈরি পরেই নির্বাচনের তারিখ ঘোষণা