আর্জেন্টিনার জার্সিতে মেসির ৯ ফাইনাল
আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের দশম ফাইনাল খেলার অপেক্ষায় লিওনেল মেসি। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবেন মেসিরা। লম্বা ক্যারিয়ারে মেসি আলবিসেলেস্তোদের হয়ে ৯টি ফাইনাল খেলেছেন। যেখানে ফাইনালে শিরোপা জিতেছেন ৫টি। আর হেরেছেন ৪টি। ফাইনালে মেসি গোল পেয়েছেন ৪টি আর অ্যাসিস্ট করেছেন আরও ৪টিতে। এক নজরে দেখে নেওয়া যাক… কেমন ছিল মেসির আগের ৯ ফাইনাল।
২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রথম ফাইনাল এটি। ২০০৫ সালে মেসি এটা খেলেছেন অনূর্ধ্ব-২০ দলের হয়ে। সেবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। সেই ম্যাচে মেসির জোড়া গোলেই শিরোপা জিতে আর্জেন্টিনা। আলবিলেস্তেরা ম্যাচটি জিতেছিল ২-১ ব্যবধানে। ওই টুর্নামেন্টে মেসি সর্বোচ্চ ছয় গোল করেছিলেন এবং টুর্নামেন্ট সেরার খেতাবও জিতেছিলেন।
২০০৭ সালের কোপা আমেরিকা: আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে এটি মেসির প্রথম ফাইনাল। কোপা আমেরিকায় সেবার আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ব্রাজিল। ফাইনালের আগ পর্যন্ত আর্জেন্টিনা ও মেসির দাপট ছিল দুর্দান্ত। কিন্তু ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এটিই আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম ফাইনাল হারের স্বাদ।
২০০৮ সালের বেইজিং অলিম্পিক: ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেই টুর্নামেন্টে প্রথমে খেলারই কথা ছিল না মেসির। শেষ পর্যন্ত ফাইনালে সেই মেসির অ্যাসিস্টেই গোল করে নাইজেরিয়ার বিপক্ষে জয় এনে দেন ডি মারিয়া। ডি মারিয়ার গোলেই অলিম্পিকে স্বর্ণপদক ওঠে মেসির গলায়।
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ: ২০১৪ বিশ্বকাপে মেসির নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে যায় আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিলের মারাকানায় জার্মানি কাছে অতিরিক্ত সময়ে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় মেসি। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েও একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়েন মেসি।
২০১৫ সালের কোপা আমেরিকা: এবার চিলির বিপক্ষে মেসিদের ফাইনাল। ১২০ মিনিটের লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মেসি নিজের নেওয়া শট গোলে পরিণত করেন। কিন্তু গঞ্জালো হিগুয়েন ও এভার বানেগা গোল মিস করে চিলিকে উপহার দেন কোপার শিরোপা। মেসির হাত থেকে ছুটে যায় শিরোপা।
২০১৬ সালের কোপা আমেরিকা: টানা দ্বিতীয়বারের মতো ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেবারও মেসিদের প্রতিপক্ষ ছিল চিলি। এই ম্যাচও গড়ায় টাইব্রেকারে। মেসির পেনাল্টি মিসের রাতে এবারও হেরে যায় আর্জেন্টিনা। টানা তিন ফাইনালে হারের শোকে কান্নাভেজা কণ্ঠে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার হয়ে কোন বড় শিরোপা না জিতেই বিদায় নেন মেসি।
২০২১ সালের কোপা আমেরিকা: অবসর ভেঙে আর্জেন্টিনার জার্সিতে ফেরেন মেসি। এসেই যেন মেসি হয়ে ওঠেন অন্য এক ফুটবলার। ২০২১ কোপা আমেরিকায় আবারও ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। সেবার ডি মারিয়ার একমাত্র গোলে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের প্রথম বড় শিরোপা জয়ের স্বাদ পান মেসি। ২৮ বছর পর আবারও লাতিন আমেরিকার সেরা হয় আর্জেন্টিনা।
২০২২ সালের ফিনালিসামা: কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ও ইউরোর চ্যাম্পিয়নকে নিয়ে ২০২২ সালে আয়োজন করা হয় ফিনালিসামা। সেই ফাইনালে ইতালির মুখোমুখি হয় মেসির আর্জেন্টিনা। ফাইনালে ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
২০২২ সালের বিশ্বকাপ: ২০২২ কাতার বিশ্বকাপে মেসির সব পাওয়া পেয়ে যায় পূর্ণতা। মেসি পেয়ে যান অমরত্বের স্বীকৃতি। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অঘটনের শিকার হলেও মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে ঘটনাবহুল ফাইনালে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে এমি মার্টিনেজের অবিশ্বাস্য দুই সেভে শিরোপা ওঠে মেসির হাতে। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরে মেসি। বিশ্বকাপের সেরা ফুটবলারের খেতাবও জেতেন তিনি।
সম্পর্কিত সংবাদ
রংপুর রাইডার্স‘ বিশ্বচ্যাম্পিয়ন’
নিউজ ডেস্ক :: ফুটবলে আছে ক্লাব বিশ্বকাপ। আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৩৬ দলের অংশগ্রহণেবিস্তারিত…
ওয়ানডে সিরিজেও নেই শান্ত, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ
নিউজ ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডবিস্তারিত…