ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় শ্রীলঙ্কার ২৭ বছর পর

নিউজ ডেস্ক :: লঙ্কানদের দেওয়া লক্ষ্য ছিল ২৪৯। কিন্তু ১৩৮ রানেই কুপোকাত ভারত। আর এমন কীর্তির নায়ক দুনিথ ভেল্লালাগে। কলম্বোয় শেষ ওয়ানডেতে ২৭ রানে ৫ শিকার ধরে ভারতকে ধসিয়ে দেন তিনি একাই। তাতে ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার আনন্দে ভাসলেন লঙ্কান ক্রিকেটাররা।

দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৩২ রানের ব্যবধানে হারিয়েছিলেন লঙ্কানরা। আর সিরিজটি শুরু হয়েছিল চমৎকার একটি টাই হওয়া ম্যাচের মধ্য দিয়ে। শেষ ম্যাচে তাদের জয় আরও দাপুটে, ১১০ রানের ব্যবধানে। আর কোচ হিসেবে হার দিয়ে ওয়ানডে যাত্রা শুরু করলেন গৌতম গম্ভীর। অথচ এ সিরিজটি শুরু আগে একের পর এক ইনজুরিতে যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছিল শ্রীলঙ্কা দলটি।

আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৭ উইকেটে ২৪৮ রানে পুঁজি দাঁড় করায়। আভিশকা ফার্নান্দোর ৯৬, কুশল মেন্ডিসের ৫৯ এবং পাথুম নিশাঙ্কার ৪৫ রানের ইনিংসগুলো এ ভিত এনে দেয়। জবাবে ভারতকে ঘূর্ণিফাঁদে ফেলেন ভেল্লালাগে। একে একে ফেরান রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আইয়ারকে। ৮২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে যাওয়া ভারত আর ফিরতে পারেনি।

শেষ উইকেট হিসেবে কুলদীপ যাদবকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট শিকার পূর্ণ করেন ভেল্লালাগে। সিরিজে তার উইকেটসংখ্যা ৬টি। ব্যাটে ১০৮ রান করে সিরিজের তৃতীয় সর্বোচ্চ রানও ভেল্লালাগের। এর আগে যখন শ্রীলঙ্কা ভারতে সিরিজ হারিয়েছিল তখন জন্মই নেননি তিনি। সেই ভেল্লালাগেই সিরিজসেরা হয়ে লঙ্কানদের এনে দিলেন খুশির মুহূর্ত।






সম্পর্কিত সংবাদ

  • দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার
  • চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
  • কলারোয়া ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ 
  • কয়রায় প্রীতি ফুটবল খেলায় সাবেক ছাত্রদল ফুটবল একাদশ বিজয়ী
  • সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০’ক্রিকেটে চ্যম্পিয়ান হলো ড্রীম এলিভেন
  • বাংলাদেশি আম্পায়ারের ‘সাহসী’ সিদ্ধান্ত, ভারতীয় ব্যাটারের ক্ষোভ
  • ইয়াসির-এনামুলের ব্যাটিং তাণ্ডবে রান পাহাড়ে রাজশাহী