ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ তামান্নার বিরুদ্ধে
নিউজ ডেস্ক::সম্প্রতি এক পোশাক বিপণন সংস্থার হয়ে রাধা সেজে ফটোশুট করিয়ে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। জন্মাষ্টমীর সময়েই সেই বিশেষ ফটোশুটের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যা দেখে সমালোচনা শুরু করেন নেটিজেনরা।
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। বিতর্কের মুখে ফটোশুটের সেই ছবিগুলো নিজের প্রোফাইল থেকে সরিয়ে নিতে বাধ্য হলেন তামান্না। ডিজাইনার তোরানির সাম্প্রতিক ‘লীলা’ কালেকশন’ এর প্রচারের জন্য ফটোশুট করেছিলেন তিনি।
যেখানে কৃষ্ণপ্রেমে মগ্ন রাধিকার ভূমিকায় তামান্নার রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনেকে। কিন্তু অন্য একটি পক্ষ অভিযোগ করেন, তামান্নার ফটোশুট যৌন উসকানিমূলক! কেন খোলামেলা পোশাক পরে রাধা সেজেছেন তামান্না?
এমন প্রশ্নের মুখে পড়েন তিনি। বিতর্কের এক পর্যায়ে সেই পোশাক বিপণন সংস্থার ফটোশুট সব মুছে ফেলেন তামান্না ভাটিয়া। যদিও সংস্থা বা অভিনেত্রীর তরফে কেউ এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি।
সম্পর্কিত সংবাদ
২০ বছর পেরিয়ে ন্যান্সি
নিউজ ডেস্ক :: ২০০৪ সালে পেশাগতভাবে গানের জগতে পথচলা শুরু নাজমুন মুনিরা ন্যান্সি’র। এরপর একেরবিস্তারিত…
১৫ বছর কেন নিষিদ্ধ ছিলাম, প্রশ্ন ফেরদৌস আরার
নিউজ ডেস্ক :: বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস আরা। যিনি গত ১৫ বছর ধরেবিস্তারিত…