‘ছাত্র-জনতার বিপ্লব সারা বিশ্বে প্রশংসিত’
নিউজ ডেস্ক ::বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অত্যাচার-অবিচারের সকল সীমা লঙ্ঘন করেছিল আওয়ামী লীগ।
তাদের এই অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল ছাত্র-জনতা। ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার সময়ের সঠিক বিপ্লব এখন সারা বিশ্বে প্রশংসিত।
বৃহস্পতিবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি’র আয়োজনে খাসেরহাট বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ ছাড়াও চাঁচড়া ও সোনাপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পৃথক আরও দুইটি পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমানে দেশ পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার।
প্রধান উপদেষ্টা হিসেবে যার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের গৌরব ও নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আমরা বিএনপি’র পক্ষ থেকে তাকে সকল ধরনের সহযোগিতা করবো।
আমরা আশা করবো যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্বাচিত ব্যক্তিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে দেবো। অনুষ্ঠিত পৃথক পথসভাগুলোতে তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, চাঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম, শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি সভাপতি গোলাম সরোয়ারে আলম, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনছারুল হক পাটোয়ারী, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে ছেলে
নিউজ ডেস্ক::জন্মদাতা পিতা আক্তার হোসেনকে (৫৮) কুপিয়ে হত্যা করে পালিয়েছে ছেলে সাকিব হোসেন (২৫)। পারিবারিকবিস্তারিত…
পাইকগাছায় অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামীলীগ কার্যালয়টি উচ্ছেদ হয়নি আজও
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ উচ্চাদালতের আদেশ অমান্য করে খুলনার পাইকগাছায় সরকারের জেলা পরিষদের জায়গায়বিস্তারিত…