সেনাবাহিনীর কোনো এজেন্ডা নেই: পাকিস্তান আইএসপিআর

নিউজ ডেস্ক ::‘পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যদি পাকিস্তান সেনাবাহিনীর কোনো ব্যক্তি ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য অথবা বিশেষ কোনো এজেন্ডাকে অনুমোদন করার জন্য কাজ করেন তাহলে সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে।

এতে জড়িত যেকারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী জাতীয় বাহিনী। তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) ফয়েজ হামিদকে ভূমি গ্রাস এবং একটি বেসরকারি হাউজিং সোসাইটি থেকে মূল্যবান জমির মালিক হওয়ার অভিযোগে গ্রেপ্তারের বিষয়ে তিনি এসব মন্তব্য করেন।

বর্তমানে এই অভিযোগের তদন্ত চলছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দফতরে ব্রিফিংয়ে তিনি বলেন, টপ সিটি কেসে জেনারেল ফয়েজের বিরুদ্ধে একটি পিটিশন করা হয়েছিল। এপ্রিলে এ বিষয়ে উচ্চ পর্যায়ের আদালত তদন্তের নির্দেশ দেয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।






সম্পর্কিত সংবাদ

  • কমলার ‌‌‘সংক্রামক’ হাসিতে মুগ্ধ পুতিন যা বললেন
  • ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মিশেল বার্নিয়ে
  • দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠন জাতিসংঘের
  • যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, গ্রেপ্তার ১৪ বছরের কিশোর
  • জিম্মিদের মৃত্যু ঠেকাতে না পারায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু
  • ৭ অক্টোবরের হামলায় হামাসের ছয় নেতাকে দায়ী করলো যুক্তরাষ্ট্র
  • রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫১