শিক্ষার্থীদের সড়ক অবরোধ কটিয়াদীতে বাস ভাড়া কমানোর দাবিতে….
নিউজ ডেস্ক::কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ঢাকাগামী সকল প্রকার বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীগণ। কিন্তু তাদের দাবির প্রতি বাস মালিক পক্ষ কর্ণপাত না করায় কটিয়াদী বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ ও বাস আটক করে রাখে।
রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসারের মধ্যস্থতায় বাস মালিক পক্ষ ও ছাত্র সমন্বয়ক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ- আলোচনা করে ছাত্রদের যৌক্তিক দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়।
এতে ঢাকা টু কটিয়াদী গেটলক সার্ভিসের ভাড়া ৫০ টাকা কমিয়ে ৩০০ টাকা, অন্যান্য সুপার ও যাতায়াতের ভাড়া ২৫ টাকা কমিয়ে ২৭৫ টাকা এবং জলসিঁড়ি ও উজান ভাটির ভাড়া ২০ টাকা কমিয়ে ২৬০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ায় যাতায়াতের দাবি পূরণ করা হয়।
ছাত্র সমন্বয়ক মাহমুদুল হাসান জানান, আমরা বেশ কয়েকদিন যাবৎ বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি আদায় হয়েছে। এতে আমরা আনন্দিত। যাতায়াত প্রাইভেট লি. এর পরিচালক এ.এইচ.এম জুনায়েদ পিন্টু জানান, ছাত্রদের দাবির প্রতি সম্মান জানিয়ে বাস ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।
এই ভাড়া আগামীকাল ৩রা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় বাস মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়েছি।
সম্পর্কিত সংবাদ
বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে ছেলে
নিউজ ডেস্ক::জন্মদাতা পিতা আক্তার হোসেনকে (৫৮) কুপিয়ে হত্যা করে পালিয়েছে ছেলে সাকিব হোসেন (২৫)। পারিবারিকবিস্তারিত…
পাইকগাছায় অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামীলীগ কার্যালয়টি উচ্ছেদ হয়নি আজও
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ উচ্চাদালতের আদেশ অমান্য করে খুলনার পাইকগাছায় সরকারের জেলা পরিষদের জায়গায়বিস্তারিত…