কলারোয়ায় সাবেক এমপি হাবিব

আপনাদের ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে —

কামরুল হাসান।। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আপনাদের ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, করছে। মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সামিল থেকেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি ১নং ওয়ার্ড মহিলা দল আয়োজিত কেঁড়াগাছি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, কেঁড়াগাছি ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমি ব্যাপক কাজ করেছি। মজুমদার খালের উপর ব্রিজ নির্মাণ, এলাকার রাস্তাঘাট সংস্কার, স্কুল-কলেজ-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি দিন—আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আবারও বিজয়ী হয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল। কেঁড়াগাছি ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিসেস ইসমত আরা সাথীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশিদা আশরাফ, কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ডা. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মাষ্টার শাহাজাহান আলি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা
  • কলারোয়া প্রতিদিন পত্রিকার নতুন অফিস উদ্বোধন
  • কলারোয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণে সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা
  • কলারোয়ায় তারুণ্যের সমাবেশের প্রস্তুতিসভায় বিএনপির প্রার্থী হাবিব
  • কলারোয়ার কয়লায় মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত